• মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথারিটি (এম আর এ) হইতে সনদপ্রাপ্ত (সনদ নং ০১২৭১-০১০১৬-০০১৮৩) সংস্থা “গ্রাম বিকাশ কেন্দ্র” পার্বতীপুর-৫২৫০,দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) শীর্ষক (অর্থায়নে European Union) প্রসপারিটি প্রকল্পের আ্ওতায় নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে

ফিচার বিজ্ঞাপন

US Student Visa

মূল্য: 5,000 Taka
Job Responsibilities :
  • এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে দায়িত্ব ও কর্তব্যঃ
  • কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা।
  • সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পের লক্ষ্যভূক্ত জনগোষ্ঠী নির্বচনে সহযোগীতা করা।
  • দায়িত্বপ্রাপ্ত শাখায় প্রকল্পের লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীকে প্রকল্প সেবা প্রদানের জন্য ইন্টারভেনশনসমূহ এবং লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর অগ্রগণ্যতা নিরূপণে টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কে সহযোগিতা করা।
  • প্রশিক্ষণ প্রদানের জন্য সদস্য নির্বাচনের পাশাপাশি প্রশিক্ষণ আয়োজন করা।
  • প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রশিক্ষণ পরবর্তী নিয়মিত ইস্যুভিত্তিক পরামর্শ/সেবা প্রদান করা।
  • প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষণসমূহ মাঠে বাস্তবায়নে নিবিড়ভাবে সদস্যদের সাথে সরাসরি কাজ করা।
  • পরিকল্পনা মাফিক মাসিক ইস্যুভিত্তিক সভা আয়োজন এবং সংশ্লিষ্ট এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পসহ অবহিতকরণ সভা আয়োজন করা।
  • সদস্যদের কৃষি/প্রাণি/মৎস্য'র রোগবালাই এবং ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা এবং তা হাতে-কলমে দেখিয়ে দেয়া।
  • প্রাতিষ্ঠানিক বা বড় ক্রেতার সংঙ্গে সংশ্লিষ্ট এলাকার চাষীদের সংযোগ স্থাপনের মাধ্যম হিসাবে কাজ করা।
  • প্রকল্পের মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রণয়নে টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কে সহায়তা করা।
  • দৈনন্দিন কার্যবিবরনী (পরিদর্শিত সমিতির তথ্যসহ) নিয়মিত সংশ্লিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
  • কারিগরি বিষয় সংক্রান্ত সকল রেজিষ্টার হালনাগাদ রাখা।
  • তিনি সংস্থার টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) এর নিকট রিপোর্ট করবেন এবং সংস্থার সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) হিসাবে আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালনে দায়বদ্ধ থাকবেন।
  • প্রকল্পের বিভিন্ন ধরনের সভা/সেমিনার/প্রশিক্ষণ এ অংশগ্রহন করা।
  • প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Educational Requirements :
  • কোন স্বীকৃত কারিগরি কলেজ/ইনস্টিটিউট হতে কৃষি/প্রাণি/মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
Experience Requirements :
  • At least 2 year(s)
Additional Requirements :
  • সরাসরি মাঠপর্যায়ে কৃষি বিষয়ক আয়বর্ধনমূলক বাস্তবায়নে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ-এর প্রকল্পে অতীতে কাজ করেছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
  • এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার নিয়োগের ক্ষেত্রে অন্যান্য বিবেচ্য বিষয়ঃ
  • শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হবে।
  • গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদুর্গম/হাওর/উপকূলীয়/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • বেসিক কম্পিউটার অপারেটিং জ্ঞান থাকতে হবে।
  • সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে।
  • বয়সঃ বয়স সর্বোচ্চ ৩৫। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিল করা যেতে পারে।
Compensation & Other Benefits :
  • বছরে দুটি বোনাস যা মাসিক থোক বেতনের ৫০%। মোবাইল ও যাতায়াত খরচ মাসিক ৭০০/- টাকা।
How to Apply
জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা ২ কপি পিপিসাইজ ছবি, মোবাইল ফোন নম্বরসহ উপ-পরিচালক-এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ি রেলগেট,পার্বতীপুর, দিনাজপুর বরাবর সরাসরি/ডাক/কুরিয়ারযোগে অথবা ইমেল-এ gbkpbt.hra@gmail.com আগামী ২৬/০৮/২০২২ খ্রীঃ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন টিএ /ডিএ প্রদান করা হবে না। নারী, আদিবাসি প্রান্তিক জনগোষ্টি প্রাথীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
Primary Information
Published on:

17/08/2022

Vacancy:

01

Employment Status:

Full-time

Gender:

Age:

Job Location:

দিনাজপুর

Salary:

মাসিক মোট বেতন ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা ।

Application Deadline:

26/08/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

ফিচার বিজ্ঞাপন

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

বালি ও লম্বক ৫দিন ৪ রাত

মূল্য: ২৯,০০০ টাকা

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা