জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা ২ কপি পিপিসাইজ ছবি, মোবাইল ফোন নম্বরসহ উপ-পরিচালক-এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ি রেলগেট,পার্বতীপুর, দিনাজপুর বরাবর সরাসরি/ডাক/কুরিয়ারযোগে অথবা ইমেল-এ gbkpbt.hra@gmail.com আগামী ২৬/০৮/২০২২ খ্রীঃ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন টিএ /ডিএ প্রদান করা হবে না। নারী, আদিবাসি প্রান্তিক জনগোষ্টি প্রাথীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।