Mohila Bohumukhi Shikkha Kendra (MBSK), Dinajpur

কো-অর্ডিনেটর

Mohila Bohumukhi Shikkha Kendra (MBSK), Dinajpur

    মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে), বালুবাড়ী, দিনাজপুর কর্তৃক বাংলাদেশ সরকার এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের নিম্নে প্রদত্ত পদে নিয়োগের নিমিত্তে উপযুক্ত প্রার্থীর নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

 

ফিচার বিজ্ঞাপন

Moscow & St.Petersburg 6D/5N

মূল্য: 145,000 Taka
Job Responsibilities :
    প্রকল্পের কর্মসংস্থান, কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সুপারভিশন ও মনিটরিংসহ, মাইক্রোফাইন্যান্স টিমের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট কর্মসূচী বাস্তবায়ন করতে হবে।
Educational Requirements :
  • মাষ্টার্স ডিগ্রী, ব্যবসা প্রশাসন /একাউন্টিং/ অর্থনীতি/সমাজ বিজ্ঞান অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং/CSE/EEE/সিভিল/ম্যাকানিক্যাল আবেদন করতে পারবে। শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় শ্রেণী গ্রহনযোগ্য হবে না।
Experience Requirements :
Additional Requirements :
  • Age at most 50 years
  • Both males and females are allowed to apply
  • অনানুষ্ঠানিক সেক্টরের কর্মসংস্থান কর্মসূচীর পরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়ন, প্রশিক্ষণ পরিচালনা, মিটিং, সেমিনার আয়োজন, ফিল্ড সুপারভিশন, মনিটরিং এ নূন্যতম ১০ বৎসরের অভিজ্ঞতা। মাইক্রোফাইন্যান্স টিমের সাথে সমন্বয়সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বৎসরের অভিজ্ঞতা প্রযোজ্য। তবে কম্পিউটার জানা আবশ্যিক।
Compensation & Other Benefits :
  • বেতন ও অন্যান্য সুবিধাদিঃ প্রকল্প মেয়াদ পর্যন্ত চাকুরী প্রযোজ্য হবে। তবে নিয়োগকৃতদের চাকুরী মেয়াদ হবে প্রাথমিক এক বৎসর এবং সার্বিক কর্ম সম্পাদন, প্রকল্পের চাহিদা ও পর্যাপ্ত ফান্ড সাপেক্ষে চাকুরীর মেয়াদ পরবর্তীতে প্রতি বৎসরে নবায়ন করা হবে। প্রকল্পের বাজেট সাপেক্ষে অন্যান্য সুবিধাদি প্রযোজ্য হবে।
How to Apply
নিম্ন বর্ণিত কর্তৃপক্ষের বরাবরে আবেদন পত্রের সাথে বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়তা সনদপত্র, চারিত্রিক সনদপত্র সত্যায়িত কপি ও সাম্প্রতিকালে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রার্থীর মোবাইল নম্বরসহ ২ জন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা, সম্পর্ক ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। (খ) আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি “নির্বাহী প্রধান, এমবিএসকে, বালুবাড়ী, দিনাজপুর” ঠিকানায় পৌঁছাতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তিতে জানানো হবে। এছাড়াও কিছু জানার প্রয়োজন হলে টেলিফোন নং (০২৫৮৯৯২৪৪৩৩) জেনে নিতে পারবেন। ক্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এ নিয়োগ বাতিল বা স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
Primary Information
Published on:

04/07/2022

Vacancy:

01

Employment Status:

Full-time

Gender:

Both males and females are allowed to apply

Age:

Age at most 50 years

Job Location:

দিনাজপুর

Salary:

৬০,০০০/- এবং প্রকল্পে বরাদ্দ অন্যান্য সুবিধাদি যদি থাকে তবে প্রযোজ্য হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্স কর্তন হবে।

Application Deadline:

21/07/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত