আগ্রহী প্রার্থীকে পূর্ণ বায়োডাটা, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সহ ব্যবস্থাপনা পরিচালক, CONCORDRE APEX বরাবরে আবেদন পূর্বক আবেদন পত্র সহ আগামী ২৩/০৫/২০২২ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকা হইতে ০২:০০ ঘটিকার মধ্যে এই ঠিকানায় CONCORDRE APEX এর অফিসে সরাসরি সাক্ষাৎকারের জন্য হাজির থাকতে অনুরোধ করা হলো।
বিঃ দ্রঃ-যে সকল প্রার্থীর উপরে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে শুধু মাত্র তাদের কে আবেদন করতে অনুরোধ করা হলো।
-ঃঠিকানাঃ-
CONCORDRE APEX , ৬৭ নয়া পল্টন, সিটি হার্ট (৬ষ্ঠ তলা), স্যুট # ৬/২, ঢাকা-১০০০।
মোবাইলঃ ০১৬১২২৩৩৮৮৮