সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা| ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স (এমএফপি) প্রোগ্রামের জন্য পরিচালক- এমএফপি নিয়োজিত হবেন।

ফিচার বিজ্ঞাপন

ভুঁড়ি কমান, সুস্থ থাকুন

মূল্য: ১০২৫ টাকা

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka
Job Responsibilities :
  • ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন করাসহ মাসে কমপক্ষে ৮-১০ কর্মদিবস মাঠ পরিদর্শন করা।
  • প্রতি বছরের অ্যাকশানপ্লান প্রণয়ণে সহায়তা করা।
  • এমএফপি এর বাজেট প্রণয়নে সহায়তা করা।
  • মাঠ পর্যায়ের প্রেরিত চাহিদা মোতাবেক তহবিলের সুষ্ঠু ব্যবহার ও বণ্টন করা।
  • মাঠ পর্যায়ের চাহিদা মোতাবেক কর্মী ব্যবস্থাপনা নিশ্চিৎ করা।
  • অন্যান্য এনজিও’র কার্যক্রম সম্পর্কে ধারণা রাখা ও প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষকে অবহিত করা।
  • এমআরএ বিধি অনুযায়ী এমএফপির কার্যক্রম পরিচালনা করাসহ সকল নিয়ম নীতি বাস্তবায়ন করা।
  • দেশি-বিদেশি অতিথিদের পর্যবেক্ষণে ও পরিদর্শনে নিয়ে যাওয়া ও প্রয়োজনীয় সহযোগিতা করা।
  • জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যেমন : মন্ত্রী,সচিব, সাংবাদিক, বুদ্বিজীবী, এনজিও নেটওয়ার্কের সাথে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ রক্ষা করা।
  • জাতীয় পর্যায়ের কোনো সেমিনার, কর্মশালা, সভা, প্রশিক্ষণ, এমআরএ মিটিং এ যোগদান করা বা রিসোর্স পারসন হিসাবে অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন করা।
  • প্রযোজনীয় প্রশিক্ষণ- সংক্রান্ত বিষয়ে সিডিউল, মডিউল ও দিনক্ষণ নির্ধারণ করা।
  • কর্মী নিয়োগ, বদলি, পদোন্নতী, পদাবনতী ইত্যাদি বিষয়ে সুপারিশ করাসহ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
  • পিএম, এডি, ম্যানেজার স্পেশাল অ্যাসাইনমেন্ট, ম্যানেজার অ্যাকাউন্টসসহ তার সরাসরি অধনস্ত কর্মীর বিল ভাউচার অনুমোদন, ছুটি প্রদান, যোগদানপত্র গ্রহণ ও তাদের কাজের সরাসরি তত্ত্বাবধায়ন করা ।
  • কর্মীদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া-বিবাদ, আচার আচরণ, আন্তরিকতা ফলোআপ করাসহ যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করাসহ সমাধান করা।
  • চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সংস্থার কর্মকাণ্ডের নতুন-নতুন পলিসি তৈরিসহ নীতিমালা সংযোজন, বিয়োজন, সংশোধন করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রাখা।
  • প্রোগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন-নতুন ধারণা সংস্থার কর্তৃপক্ষের নিকট তুলে ধরা।
  • প্রধান কার্যালয়ের প্রশাসনিক কার্যাবলী ফলোআপ, সমন্বয়কের ভূমিকা পালন করা।
  • এমএফপি এর সাথে সংশ্লিষ্ট প্রকল্পের (হারভেস্ট প্রোজেক্টের) সামগ্রিক দায়িত্ব পালন করা।
  • মাঠ পর্যায়ের যে কোনো অভিযোগ, তদন্ত সংক্রান্ত কাজের নেতৃত্ব প্রদান করা।
  • মাঠ পরিদর্শনের সময় সকল পর্যায়ের দুর্বল কর্মী চিন্থিত করে প্রয়েজনীয় পরামর্শ ও প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা।
  • আপিল আবেদনপত্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মতামত প্রদান করা।
  • মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ঝুঁকি চিন্থিত করে তা সমধানের উদ্যেগ নেওয়া প্রয়োজনে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • আইন ও মামলা সংক্রান্ত যে কোনো বিষয়ে দিক নির্দেশনা ও নেতৃত্ব প্রদান করা।
  • এমআরএ অথরিটি কর্তৃক যে কোনো পরিদর্শন ব্যবস্থাপনা ও সহায়তা করা, রিপোট প্রদান, তথ্য আদান-প্রদান সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা।
  • যে কোনো অডিট রিপোর্টে উত্থাপিত অভিযোগ যাচাই-পূর্বক নিষ্পতির ব্যবস্থা করা।
  • যে কোনো প্রশিক্ষণ সংক্রান্ত মডিউল তৈরিতে সহযোগিতা করা।
  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিভিন্ন/অন্যান্য দায়িত্ব পালন করা।
Educational Requirements :
  • স্নাতক/ স্নাতকোত্তর
Experience Requirements :
  • At least 10 year(s)
  • The applicants should have experience in the following area(s): Micro Credit, Micro Finance
  • The applicants should have experience in the following business area(s): এনজিও
Additional Requirements :
  • Age at most 45 years
  • এমআরএ সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ প্রকল্পে/ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে পরিচালক বা প্রকল্প ব্যবস্থাপক হিসেবে ন্যুনতম ৪-৬ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কমপক্ষে ৭০০-৮০০ কোটি টাকা ঋণস্থিতি ও ২০০টি ব্রাঞ্চ পরিচালনা করার দক্ষতা থাকতে হবে ।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
  • প্রার্থীকে অবশ্যই সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে ।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে ।
Compensation & Other Benefits :
  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ, গ্র্যাচুয়িটি সুবিধা ও জ্বালানী বিল প্রদান।
How to Apply
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না । যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে । সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে ।
Primary Information
Published on:

27/04/2022

Vacancy:

01

Employment Status:

Full-time

Gender:

Age:

Age at most 45 years

Job Location:

বাংলাদেশের যেকোনো স্থানে

Salary:

Negotiable

Application Deadline:

12/05/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

ফিচার বিজ্ঞাপন

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N

মূল্য: ২১,৯০০ টাকা