পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি`র সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং ও শিক্ষা বিভাগের জন্য প্রভাষক পদে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক স্নাতকতর ডিগ্রী এবং নূন্যতম ৩ টি ১ম বিভাগ / শ্রেণী / এ-গ্রেড থাকতে হবে । এ গ্রেড= ১ম বিভাগ (এসএসসি ও এইচএসসি'র ক্ষেত্রে জিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০; অনার্স ও মাষ্টার্স এর ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ বোঝাবে) । শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে তৃতীয় বিভাগ / শ্রেণী / সি-গ্রেড এবং পাশ কোর্স গ্রহণ যোগ্য নহে ।
আগ্রহী পার্থীগণকে আবেদন পত্রের সাথে "পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি" এর অনুকূলে ডাচ-বাংলা ব্যাংক লিঃ বগুড়া শাখা বরাবর ৫০০/- (পাচশত) টাকা মূল্যেমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ কালার ছবি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, জন্ম সনদ/NID`র কপি, ইউপি/পৌরসভা/সিটি কর্পোরেশনের চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ (ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) এবং পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর মূল কপি সংযুক্ত করে আগামী ২৪/০৭/২০২২ ইং তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে । অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
রেজিস্ট্রার
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
রংপুর রোড, গোকুল, বগুড়া
মোবাইল: ০১৭১৩-৩৭৭০৩৭, ফ্যাক্স :+৮৮-০৫১-৭৮৫৬৩ ওয়েবসাইট : www.pundrauniversity.edu.bd,
ই-মেইল : info@pundrauniversity.edu.bd, pundrouniversity@gmail.com