প্রভাষক , বাংলা ও ইংরেজী ভার্শন – বাংলা, ইংরেজী, রসায়ন, পদার্থবিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, প্রাণীবিদ্যা, কৃষি শিক্ষা, সমাজবিজ্ঞান।
গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ গ্রীনওয়েজ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও স্ব-অর্থে পরিচালিত
সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ৩-৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে।
Experience Requirements :
3 to 5 year(s)
Additional Requirements :
Compensation & Other Benefits :
How to Apply
যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আকর্ষণীয় বেতনভাতা প্রদান করা যেতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, মোবাইল নম্বরসহ আগামী ১৬/৮/ ২০২২ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি পৌছাতে হবে। উল্লেখিত পদের জন্য ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট / পে-অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ২০/৮/২০২২ তারিখে জানিয়ে দেওয়া হবে SMS / ফোনের মাধ্যমে।
কর্তৃপক্ষ।
গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ
গ্রীনওয়েজ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও স্ব-অর্থে পরিচালিত
প্লট-৩ ব্লক- সি , এভিনিউ-২, মিরপুর-১০, ঢাকা ১২১৬ ফোনঃ 48034676, 48034072, 58052555
www.gfsc.edu.bd