অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজীক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), বাংলাদেশের স্ত্রীরোগ ও প্রসুতিবিদ্যা বিশেষজ্ঞদের একটি জাতীয় প্রতিষ্ঠান। সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসুচী পরিচালনা করছে। ইহার মধ্যে জরুরী প্রসূতি সেবা, নারী নির্যাতন প্রতিরোধ, কিশোর-কিশোরীদের সমস্যা ও কমিউনিটি বেসড স্কিলড বার্থ এটেনডেন্ট কার্যক্রম উল্লেখযোগ্য। বাংলাদেশে ওজিএসবি`র ১৭ টি শাখা আছে এবং প্রায় ২৩৫০ সদস্য সরকারী ও বেসরকারী পর্যায়ে কর্মরত আছেন।
ওজিএসবি Asia Oceania Federation of Obstetrics and Gynaecology (AOFOG), South Asia Federation of Obstetrics and Gynaecology (SAFOG) এর সদস্য এবং Federation of International Gynaecology and Obstetrics (FIGO) এর অধিভুক্ত সদস্য।
ওজিএসবি কর্তৃক ঢাকার মিরপুর সেকশন-১৭ (পুরাতন-১৩) এ নিজস্ব হাসপাতাল চত্ত্বরে একটি নার্সিং ইনস্টিটিউট (OGSB Institute of Nursing Science) স্থাপন করা হয়েছে। উক্ত ইনস্টিটিউটে এ উল্লেখিত পদে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হল। (আবেদন সরাসরি/ ডাকযোগে বা ই মেইলে করা যাবে)।
বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত বিএসসি ইন নার্সিং / পোষ্ট বেসিক বিএসসি পাশ হতে হবে।
এমপিএইচ বা সম মানের ডিগ্রীধারী।
বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
Experience Requirements :
5 to 7 year(s)
Additional Requirements :
সরকার কর্তৃক অনুমোদিত যে কোন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বৎসর প্রিন্সিপাল হিসাবে কাজ করার অথবা ৭ বৎসর ভাইস প্রিন্সিপাল হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে (আলোচনা সাপেক্ষ্যে শীতিলযোগ্য)।
কম্পিউটার পরিচালনা, অনলাইন শিক্ষা কার্যক্রম ও ই-মেইল পরিচালনায় দক্ষ হতে হবে।
সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে।