পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ০২ জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল, মোবাইল ফোন নাম্বার ও খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক দরখাস্তসহ পূর্ণ জীবন বৃত্তান্ত আগামী ১৫.০৯.২০২২ইং তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) , বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। পরীক্ষার তারিখ, বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোন মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরী প্রার্থীদেরকে পরামর্শ দেয়া হলো।