মজিদ জরিনা ফাউন্ডেশন পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বর্ণিত “ স্থায়ী ও অস্থায়ী “ শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka
Job Responsibilities :
    N/A
 
Educational Requirements :
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিভাগে ডিগ্রি(পাস) সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Experience Requirements :
Additional Requirements :
  • কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
  • ১৯ আগস্ট ২০২২ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
Compensation & Other Benefits :
  • প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, উৎকর্ষ সেবা ভাতা, চিকিৎসা ভাতা, এক্সট্রা ক্লাস ভাতা ও ইনসেনটিভ বোনাসের সুবিধা বিদ্যমান
  • কল্যাণ তহবিল ও পেনশন সুবিধা বিদ্যমান আছে।
How to Apply
১। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা(যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং রকেটের (বিলার আইডি: 4037 ; বিল নং: 6061) মাধ্যমে ক্রম ১ নং পদের জন্য ৩০০/- ও ক্রম ২ নং পদের জন্য ২০০/- টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি নম্বর উল্লেখসহ আবেদনপত্র অধ্যক্ষ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর বরাবর আগামী ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ বেলা ২.০০ ঘটিকার মধ্যে কলেজ কার্যালয়ে পৌঁছাতে হবে অথবা আবেদনকারীর আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/ CV (টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বরসহ) mjfscrecruitment2021@gmail.comঠিকানায় মেইল করা যাবে। ২। নির্বাচনি পরীক্ষা: আগামী ১৯ আগস্ট ২০২২ খ্রিঃ শুক্রবার, সকাল ১১:০০ ঘটিকায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মেইলে আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/ CV পাঠানো প্রার্থীদের পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। ৩। শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক যে কোন শ্রেণীতে পাঠদান/দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। উল্লেখ্য, কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি / যেকোনো আবেদনপত্র স্থগিত/বাতিল করার ক্ষমতা রাখেন। বি.দ্র: মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবেন। এজন্য কোনরূপ তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। - ম্যানেজিং ট্রাস্টি, মজিদ জরিনা ফাউন্ডেশন। www.mjfsc.edu.bd
Primary Information
Published on:

02/08/2022

Vacancy:

Not specific

Employment Status:

Full-time, Contractual

Gender:

Age:

Job Location:

শরীয়তপুর (নড়িয়া)

Salary:

১২৫০০-৩০২৩০/- আলোচনা সাপেক্ষে

Application Deadline:

18/08/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

Email Marketing

মূল্য: ৫,০০০ টাকা

ফিচার বিজ্ঞাপন

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka