মজিদ জরিনা ফাউন্ডেশন পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ নির্বাচিত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজেে উল্লেখিত “স্থায়ী ও অস্থায়ী “ শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স/বিএসসি(পাস) সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Experience Requirements :
Additional Requirements :
Age at most 34 years
৪ বছর মেয়াদী অনার্স কোর্সে যারা চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছেন তারা কোর্স সম্পন্ন সনদ সংযুক্ত করে আবেদন করতে পারবেন, তবে নিয়োগ প্রাপ্তির পূর্বে অনার্স পাসের সনদ/একাডেমিক ট্রন্সক্রিপ্ট জমা দিতে হবে।
১২ মে ২০২২ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৪ বছর হতে হবে।
Compensation & Other Benefits :
প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, উৎকর্ষ সেবা ভাতা, চিকিৎসা ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে SAT (সেকশন এ্যাডমিন টিচার) ভাতা, উত্তরপত্র মূল্যায়ন ভাতা, এক্সট্রা ক্লাস ভাতা ও ইনসেনটিভ বোনাসের সুবিধা বিদ্যমান
কল্যাণ তহবিল ও পেনশন সুবিধা বিদ্যমান আছে।
How to Apply
১. আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা(যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং রকেটের (বিলার আইডি: 4037 ; বিল নং: 6028) মাধ্যমে ১৫০/- টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি নম্বর উল্লেখসহ আবেদনপত্র অধ্যক্ষ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর বরাবর আগামী ১২ মে ২০২২ খ্রিঃ তারিখ বেলা ২.০০ ঘটিকার মধ্যে কলেজ কার্যালয়ে পৌঁছাতে হবে অথবা আবেদনকারীর আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/ঈঠ (টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বরসহ) mjfscrecruitment2021@gmail.com ঠিকানায় মেইল করা যাবে।
২. নির্বাচনি পরীক্ষা: আগামী ১৩ মে ২০২২ খ্রিঃ শুক্রবার, সকাল ১১:০০ ঘটিকায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৭০% এবং বাংলা, ইংরেজি ও সা: জ্ঞান বিষয়ে ৩০% প্রশ্নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মেইলে আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/CV পাঠানো প্রার্থীদের পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে) ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
৩. শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক একাডেমিক কার্যক্রম/দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। উল্লেখ্য, কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি / যেকোনো আবেদনপত্র স্থগিত/বাতিল করার ক্ষমতা রাখেন।
বি.দ্র: মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবেন। এজন্য কোনরূপ তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।