• পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন সহযোগী ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP)- এর আওতায় ৩ বছর মেয়াদি “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সংস্থা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/উদ্যোক্তা এবং উপখাত সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টির উন্নয়নে কাজ করবে। উপ-প্রকল্পের মাধ্যমে মৎস্য ও মৎস্যপণ্যের ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন, উদ্যোগ উন্নয়নে আর্থিক পরিষেবার সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে কাজ করা হবে। সদস্যদের আধুনিক উৎপাদন পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে উদ্যোগের পরিসর বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে কাজ করা হবে। উক্ত প্রকল্পের আওতায় সংস্থায় দুইটি পদে তিন জন জনবল নিয়োগ করা হবে। প্রকল্পের জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখস্ত আহবান করা যাচ্ছে।
  • “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ”শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প

ফিচার বিজ্ঞাপন

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন

মূল্য: ৫,৪০০ টাকা

Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N

মূল্য: 30,900 Taka
Job Responsibilities :
  • সদস্য নির্বাচনের ক্রাইটেরিয়া অনুযায়ী উদ্যোক্তা নির্বাচন, মাস্টার ট্রেইনার নির্বাচন, লিড খামারী নির্বাচন, স্থানীয় সেবা প্রদানকারী নির্বাচন ও উৎপাদনকারী দল গঠন । ইউনিয়ন পরিষদ, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কর্ম-এলাকায় সমমনা অন্যান্য জাতীয় বা আšতর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন কর্মকান্ডের সাথে সমন্বয়সাধন পূর্বক উদ্যোগ গ্রহণ।
  • নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ, প্রশিক্ষণের মডিউল তৈরি, আধুনিক চাষ প্রযুক্তির প্রদর্শনী স্থাপন, বিভিন্ন পাইলটিং, ট্রায়াল,কেইস স্টাডি প্রণয়ন, গবেষণা, মূল্যায়ন, মনিটরিং ইত্যাদি কাজে প্রয়োজনীয় তথ্য সরবরাহে সক্রিয় ভূমিকা পালন ।
  • মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের কারিগরী সেবা প্রাপ্তি, প্রাইভেট সেক্টরের সহযোগিতায় স্থানীয় সেবা কেন্দ্র স্থাপন, নিরাপদ চাষ উপকরণ সরবরাহকারী ও নিরাপদ মৎস্য পণ্য ক্রেতাদের সাথে চাষীদের কার্যকর সংযোগ স্থাপন ইত্যাদি ।
  • মাস্টার ট্রেইনারের মাধ্যমে লিড খামারীদের গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের গ্লোবাল গ্যাপের গুরুত্বপূর্ণ ইনডিকেটর অনুযায়ী প্রদর্শনী খামার মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান ।
  • গ্লোবাল গ্যাপ ও হ্যাসাব বিষয়ক নিরীক্ষার উদ্দেশ্যে উৎপাদনকারী দল ও মৎস্য প্রক্রিয়াজাতকারীদেরকে প্রস্তুত করা ।
  • উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজারব্যবস্থা উন্নয়ন, মূল্য সংযোজিতপণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ।
  • নিয়মিত মাঠ পরিদর্শন, প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান ।
  • পণ্যের ট্রেসেবিলিটি বজায় রাখা, IOT ও AI- এর ব্যবহার, পণ্যের ব্রান্ডিং ও সনদায়নে উদ্যোক্তাদের সহযোগিতা করা ।
  • উদ্যোক্তাদের পুষ্টি বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টিমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা ।
  • উপ-প্রকল্পের ভিসিএফ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করা ।
Educational Requirements :
  • মৎস্য বিজ্ঞানে স্নাতক, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ।
Experience Requirements :
  • At least 5 year(s)
Additional Requirements :
  • Age at most 45 years
  • বয়স: বিজ্ঞাপন প্রকাশের তারিখে সর্বোচ্চ ৪৫বছর ।
  • অভিজ্ঞতা: মৎস্যখাত উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা। ভ্যালু চেইনকর্মকান্ড, মার্কেটিং, ব্রান্ডিং, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, নিবিড় বা আধা-নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে । ফিসারিজ বিষয়ে ০৪ বছরের স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য ।
  • ড্রাইভিং লাইসেন্সঃ মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে ( শিক্ষানবিশ লাইসেন্সধারীগণ অগ্রাধিকার পাবেন না ) ।
  • টেকনোলজিকাল লিটারেসি: এনড্রয়েড ফোন পরিচালনায় দক্ষ হতে হবে ।
Compensation & Other Benefits :
  • ইনক্রিমেন্ট : প্রতিবছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যšত বেতন বৃদ্ধি হতে পারে ।
  • যাতায়াত বিল : মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে ।
  • মোবাইল ও ইন্টারনেট বিল : প্রকল্পের সংস্থানঅনুযায়ী এভিসিএফ মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন ।
  • অন্যান্য : ফটোগ্রাফি, নিজস্ব মোটরসাইকেল ও এনড্রয়েড ফোন থাকা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
How to Apply
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যয়িত ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সত্যয়িত কপি এবং চাকুরীর অভিজ্ঞতা সনদপত্র এর ফটোকপিসহ আগামী ২০ জুন ২০২২ ইং তারিখে অফিস সময়ের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদনপত্রে মোবাইল নং অবশ্যই উল্লেখ করতে হবে। ই-মেইলে (ngfhr502@gmail.com) আবেদন করতে হলে কাভার পেজে অবশ্যই পদের নাম এবং জীবনবৃত্তান্তে মোবাইল নং উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউণ্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

Apply Procedure

 
আবেদন পাঠানোর ঠিকানাঃ নির্বাহী পরিচালক, নওয়াবেঁকী গণমূখী ফাউণ্ডেশন (এনজিএফ) প্রধান কার্যালয় নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা অথবা ই-মেইল যোগে আবেদনের ঠিকানাঃ
Primary Information
Published on:

07/06/2022

Vacancy:

03

Employment Status:

Full-time

Gender:

Age:

Age at most 45 years

Job Location:

সাতক্ষীরা

Salary:

সর্বসাকূল্যে মাসিক ২২,০০০/- টাকা হারে বেতন প্রাপ্ত হবেন। এছাড়া উৎসবভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমান অর্থ এবং বৈশাখীভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন ।

Application Deadline:

20/06/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

চায়না ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত