আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৫ জুন, ২০২২ খ্রীঃ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বিডিএস বরাবর স্ব-হস্তে দরখাস্তসহ সকল ডকুমেন্টস অ৪ কাগজে মোবাইল নম্বর, পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরী অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, কোভিড টিকা সনদ এবং সদ্যতোলা ০৩ (তিন) কপি পাসপোট সাইজের ছবি যুুক্ত করে সংস্থার "মানবসম্পদ বিভাগ, বিডিএস, "বিডিএস ভবন", ৫ সদর রোড, বরিশাল"- এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, প্রকল্পের চাহিদা অনুযায়ী অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও www.bdsbd.org পাওয়া যাবে।
বিঃদ্রঃ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং বিডিএস কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি মোতাবেক ইন্টারভিউ/নিয়োগ করা বা না করা সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।