বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ- এ উক্ত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Educational Requirements :
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএ (শিক্ষাজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Experience Requirements :
Additional Requirements :
বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে (স্বীয় ধর্মের)
ক। পালি বিষয়সহ স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর /সমমান ।
খ। পালি বিষয়সহ স্নাতক ডিগ্রি / সমমান।
শিক্ষাজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
Compensation & Other Benefits :
How to Apply
১। আগামী ২১ মে, ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে/ডাকযোগে আবেদনপত্র অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রামু সেনানিবাস বরাবর জমা দিতে হবে।
০২। আগামী ২৮ মে, ২০২২ তারিখে সকাল ০৯০০ ঘটিকায় সকল যোগ্য আবেদনকারীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোন এসএমএস/কনফার্মেশন প্রদান করা হবে না।
০৩। ২১ মে, ২০২২ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বৎসরের মধ্যে হতে হবে।
০৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
০৫। আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ৫০০/- (পাঁচশত টাকা মাত্র) টাকা ট্রাস্ট ব্যাংক লি:, একাউন্ট নং-০০৯৬-০৩২০০০০১৭৯ বরাবর জমা প্রদান করে জমা স্লিপ সংযুক্ত করতে হবে।
০৬। পরীক্ষার্থীরা চাকুরিতে থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদান করতে হবে।
০৭। জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এর অনুলীপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
০৮। পরীক্ষা সংক্রান্ত কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।