শর্তাবলী :
ক) কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাতকারের জন্য ডাকা হবে।
খ) সকল পদে ওয়েব: www.nbmc.ac.bd এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষার স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। অথবা ইমেইলে আবেদন পত্র পাঠাতে হবে: admin@nbmc.ac.bd
গ) প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ০১-০৬-২০২২ ইং অনুযায়ী গণনা করা হবে।
ঘ) আবেদনের শেষ তারিখ ৩০-০৬-২০২২।
ঙ) কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
চ) নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
(অধ্যাপক ডাঃ মোঃ কাওসার আলম)
অধ্যক্ষ,
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ।
জরুরী প্রয়োজনে : ০১৭২৮৬৮৮৩৭৩ ( চেয়ারম্যান, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল )