নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), এম আর এ সনদপ্রাপ্ত (০০০৪৬-০০৩২৭-০০৪২২), পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর,ফরিদপুর,বরিশাল,ও মুন্সীগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের নগর এলাকার স্বল্প আয়ের যুব ও যুবাদের অর্থ উপার্জনে সহযোগিতা প্রদান করার জন্য, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) Recovery and advancement of informal sector employment project(RAISE) নামের প্রকল্পটি পিকেএসএফ এর অর্থয়ানে বাস্তবায়ন এর কাজ ,শুরু করতে যাচ্ছে। (RAISE) প্রকল্পে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন ২০২২ইং তারিখের মধ্যে পূর্ন জীবন-বৃত্তান্ত,মোবাইল নম্বর, সদ্য তোলা ৩ কপিছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) বিভাগ বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা গেল। প্রেরনের ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর: নড়িয়া-৮০২০,উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর।
উল্লেখিত পদের জন্য নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)`র অনুকুলে ২০০ টাকার ব্যাংকড্রাফ্ট/পে অর্ডার (অফেরৎযোগ্য) জমাদিতে হবে।বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামুলক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটির বেশী ৩য় বিভাগে উর্ত্তীন গ্রহনযোগ্য হবে না।
মাইক্রো-সফট অফিস প্যাকেজে(এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে কম্পিউটারে ভাল দক্ষতা থাকা বাধ্যতামুলক। বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে বলা ও লেখায় খুব ভালো দক্ষতা থাকতে হবে। নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)`র কর্তৃপক্ষ যে কোন আবেদন পত্র বা
নিয়োগ কার্যক্রম যে কোন পর্যায়ে বাতিল করার অধিকার রাখেন।