বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) পরিচালনায় শরীয়তপুর, মাদারীপুর,বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী ও ঢাকা জেলা সমূহে সংস্থার মাইক্রোফিন্যান্স কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ^ব্যাংকের যৌথ অর্থায়নে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় উক্ত পদে কাজ করার জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি
Job Responsibilities :
    N/A
 
Educational Requirements :
  • সরকার কর্তৃক স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে ইকোনমিক্স / ডেভেলপমেন্ট স্টাডিজ/ সোশ্যাল ওয়ার্ক / সোসিওলজি/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ইইই/ সিভিল / মেকানিক্যালে ইনিঞ্জনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণ এবং সুবিধা/উদ্যোক্তা/ব্যবসা সম্প্রসারনে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটারে (M.S Word, Excel, Internet & MIS) সহ প্রকল্প প্রস্তাবন / ইওআই / কনসেপ্ট নোট তৈরীতে পারদর্শী হতে হবে এবং ইংরেজীতে কথা বলা ও লিখায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থিকে অব্যশ্যই মোটর সাইকেল চালনাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
Experience Requirements :
  • At least 5 year(s)
Additional Requirements :
  • Age at most 45 years
Compensation & Other Benefits :
How to Apply
শর্তাবলী ঃ ১. আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্র বাছাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা মোবাইল ফোনে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। ২. আগ্রহী প্রার্থিদের আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদন পত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ৩. দরখাস্তের সাথে ২(দুই) কপি সদ্য তোলা পাসর্পোট সাইজ সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ পত্র, অভিজ্ঞতার সনদ পত্র, জাতীয় পরিচয়পত্র সমূহ সংযুক্ত করতে হবে। ৪. সংস্থার কর্মী কল্যান তহবিল ও প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা হবে। প্রকল্প শেষে সংস্থায় পুনঃনিয়োগ না হলে জমাকৃত অর্থ যথা সময়ে লভাংশ-সহ ফেরত দেয়া হবে। তবে নিয়মিত কর্মী হিসাবে সংস্থার প্রভিডেন্ট ফান্ডের অংশ প্রযোজ্য হবে না । ৫. সংস্থার মটরযান নীতিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত/জ¦ালানী ও রক্ষনাবেক্ষন খরচ প্রদান করা হবে। ৬. নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ৭. চাকুরী প্রার্থীকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। ৮. নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। ৯. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সময় সনদপত্রের মূলকপি সাথে আনতে হবে। ১০. আগামী ২২/০৬/২০২২ইং তারিখের মধ্যে আবেদনপত্র ই-মেইলে ঃ hr@sdsbd.org অথবা ডাকযোগে অথবা সরাসরি সংস্থার প্রধান কার্যালয়, সদর রোড, শরীয়তপুর (মানব সম্পদ বিভাগ) বরাবরে জমা দিতে হবে। ১১. বিস্তারিত জানতে হলে ০২৪৭৮৮১৫৪০৫, ০২৪৭৮৮১৫৪০৬ এবং ০১৯৫৮৪৫০০২৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো। উপ-পরিচালক মানব সম্পদ বিভাগ
Primary Information
Published on:

07/06/2022

Vacancy:

01

Employment Status:

Full-time

Gender:

Age:

Age at most 45 years

Job Location:

বাংলাদেশের যেকোনো স্থানে

Salary:

সর্বসাকুল্যে বেতনভাতা ৪৫,০০০/- টাকা প্রদান করা হবে।

Application Deadline:

22/06/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

ফিচার বিজ্ঞাপন

Vietnam & Cambodia 7D/6N

মূল্য: 65,900 Taka

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

US Student Visa

মূল্য: 5,000 Taka

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত