• পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন সহযোগী ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP)- এর আওতায় ৩ বছর মেয়াদি “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সংস্থা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/উদ্যোক্তা এবং উপখাত সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টির উন্নয়নে কাজ করবে। উপ-প্রকল্পের মাধ্যমে মৎস্য ও মৎস্যপণ্যের ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন, উদ্যোগ উন্নয়নে আর্থিক পরিষেবার সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে কাজ করা হবে। সদস্যদের আধুনিক উৎপাদন পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে উদ্যোগের পরিসর বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে কাজ করা হবে। উক্ত প্রকল্পের আওতায় সংস্থায় দুইটি পদে তিন জন জনবল নিয়োগ করা হবে। প্রকল্পের জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখস্ত আহবান করা যাচ্ছে।
  • “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ”শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প

ফিচার বিজ্ঞাপন

পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা
Job Responsibilities :
  • ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ) পদের দায়িত্বসমূহ :
  • ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের বিভিন্ন কোম্পানি/এক্টরদের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে খামার পর্যায়ে গুণগত উপকরণ ও সার্ভিসের অভিগম্যতা সৃষ্টি এবং উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখা ।
  • প্রতিটি ইন্টারভেনশনের আওতায় পরিচালিত কর্মকান্ডের অগ্রগতি, কৌশল পর্যালোচনা এবং সমস্যা সমাধানে প্রাইভেট বাজার গতিশীলকরণে বিভিন্ন টুলস ব্যবহার করে প্রতিটি ইন্টারভেনশনের এক্সিট সেক্টরকে আরো শক্তিশালীকরণ ।
  • মৎস্যখাত উন্নয়নে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সরকারি ও বেসরকারি খাতের নীতিমালাসমূহ পর্যালোচনা করা, বিদ্যমান নীতিমালার বা¯তবায়ন ও প্রয়োজনে নতুন/ব্যবসা বান্ধব নীতিমালা উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কো¤পানি ও এসোসিয়েশানের সাথে এ্যাডভোকেসি করা ।
  • পিকেএসএফ হতে প্রতিবছর বাৎসরিক কর্মপরিকল্পনার অনুমোদন গ্রহণ এবং সে অনুযায়ী এলাকা ও স্টাফভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রকল্পের ইনপুট, প্রসেস ও আউটপুট মনিটরিং-এ কার্যকরি ভূমিকা রাখা ।
  • মোট কর্মসময়ের মধ্যে কমপক্ষে ৫০% সময় মাঠ পর্যায়ের কর্মকান্ড বা¯তবায়নে ব্যয় করতে হবে এবং সাশ্রয়ীভাবে প্রকল্পের জনবল ও অফিস ব্যবস্থাপনায় ভুমিকা রাখবেন । পিকেএসএফ প্রকল্পের চুক্তিপত্র, গাইডলাইন, বাজেট ও প্রকিউরমেন্ট নীতিমালা, লজিক ও লজিক্যাল ফ্রেমওয়ার্ক, বাজার ব্যবস্থার পরিবর্তন, ভিশন ফর চেঞ্জ ও এক্সিট কৌশল পাথওয়ে পর্যালোচনা করা এবং সে অনুযায়ী প্রকল্পের লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়া ।
  • আর্থিক ব্যবস্থাপনা, অগ্রিম সমম্বয় ও পুনঃভরন কাজে ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসারকে সহযোগিতা করা ।
  • উদ্যোক্তাদের প্রোফাইল তৈরি করতে সংশ্লিষ্ট অফিসারকে সহায়তা প্রদান, উদ্যোক্তাদের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে স্টাফদের সহায়তা প্রদান ।
  • গ্লোবাল গ্যাপ অ্যাসুরার ও হ্যাসাপ বিষয়ে সনদ প্রদান করে এমন কোম্পানি নির্বাচন, তাদের সাথে চুক্তি সম্পাদন । এবং তাদের মাধ্যমে মাস্টার ট্রেইনার নির্বাচন, মাস্টার ট্রেইনার উন্নয়নে প্রশিক্ষণ মডিউল তৈরি, মডিউল অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন ।
  • উদ্যোক্তাদের বিজনেস মডেল ও মার্কেটিং প্ল্যান উন্নয়নে স্টাফদের সহযোগীতা, প্রকল্পের স্টাফদের মাঝে লার্নি ও শেয়ারিং সেশনের আয়োজন, স্টাফদের মেনটরিং ও মুল্যায়নে সার্বিক কর্মকান্ড গ্রহণ ।
  • প্রকল্পের বেইজলাইন/সাব-সেক্টর স্টাডি, মিডটার্ম রিভিউ, ইন্ড লাইনসার্ভে, প্রকল্পের শিখন, কেইস স্টাডি, বেস্ট প্রাকটিস ইত্যাদি বিষয়ে প্রকাশনা তৈরি করতে যোগ্য পরামর্শক নিয়োগ ও কার্যসমূহ সম্পাদন করতে কার্যকরী ভূমিকা রাখা ।
  • পিকেএসএফ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সুষ্ঠুভাবে ও অতি দ্রুত সময়ের মধ্যে কার্য সম্পাদনের বিষয়ে সমন্বয় করা এবং প্রকল্পের ফলাফল অর্জনে প্রকল্পের টিম হতে কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়ন ।
  • এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড যথাসময়ে সম্পন্ন করতে তৎপর থাকা ।
Educational Requirements :
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিসারিজ বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি । একুয়াকালচার, ফিসারিজ টেকনোলজি, ফিস প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, ফিস জেনেটিক্স এন্ড বায়ো টেকনোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে ।
Experience Requirements :
  • At least 5 year(s)
Additional Requirements :
  • বয়সঃ বিজ্ঞাপন প্রকাশের তারিখে সর্বোচ্চ ৪৫ বছর। সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প বা¯তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • অভিজ্ঞতা: মৎস্যখাত উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে জাতীয় / আন্তর্জাতিক সংস্থায় ০২ বছর প্রকল্প ব্যবস্থাপনা কাজের বা¯তব অভিজ্ঞতাসহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। ভ্যালু চেইন প্রকল্প /ইন্টারভেনশান ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং এক্ষেত্রে ভ্যালু চেইন প্রকল্প ব্যবস্থাপনায় ০২ বছরসহ কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • ড্রাইভিং লাইসেন্স: মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • কম্পিউটার লিটারেসিঃ কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখনে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্টে কাজ করায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথনে পারদর্শী হতে হবে।
Compensation & Other Benefits :
  • ইনক্রিমেন্টঃ প্রতিবছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যšত বেতন বৃদ্ধি হতে পারে।
  • যাতায়াত বিলঃ মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে।
  • মোবাইল ও ইন্টারনেট বিলঃ প্রকল্পের সংস্থানঅনুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন।
  • অন্যান্যঃ সাইন্টেফিক পেপার প্রকাশনা, পত্রিকায় লেখা ছাপানো, ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইনে দক্ষতা, নিজস্ব মোটরসাইকেল ও এনড্রয়েড ফোন থাকাবিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
How to Apply
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যয়িত ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সত্যয়িত কপি এবং চাকুরীর অভিজ্ঞতা সনদপত্র এর ফটোকপিসহ আগামী ২০ জুন ২০২২ ইং তারিখে অফিস সময়ের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদনপত্রে মোবাইল নং অবশ্যই উল্লেখ করতে হবে। ই-মেইলে (ngfhr502@gmail.com) আবেদন করতে হলে কাভার পেজে অবশ্যই পদের নাম এবং জীবনবৃত্তান্তে মোবাইল নং উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউণ্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

Apply Procedure

 
আবেদন পাঠানোর ঠিকানাঃ নির্বাহী পরিচালক, নওয়াবেঁকী গণমূখী ফাউণ্ডেশন (এনজিএফ) প্রধান কার্যালয় নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা অথবা ই-মেইল যোগেআবেদনের ঠিকানাঃ
Primary Information
Published on:

07/06/2022

Vacancy:

Not specific

Employment Status:

Full-time

Gender:

Age:

Job Location:

সাতক্ষীরা

Salary:

বেতন ও ভাতাঃ সর্বসাকূল্যে মাসিক ৪৫০০০/- টাকা হারে বেতন প্রাপ্ত হবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমান অর্থ এবং বৈশাখী ভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন।

Application Deadline:

20/06/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

ফিচার বিজ্ঞাপন

Alexandria & Cairo 6D/5N

মূল্য: 38,900 Taka

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

Maldives (Hulhumale Island) 3D/2N

মূল্য: ১৩,৯০০ টাকা