বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)

সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (এভিসিএফ)

বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)

    বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) দক্ষিনাঞ্চলের একটি সু-প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ, বাংলাদেশ ব্যাংক ও সরকারী ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত। সংস্থার এমআরএ সনদ নম্বর ০৩১৬০-০২৭০২-০০৩৫৫ ও এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধন নং ১৭২/১৯৮৪। বর্তমানে সংস্থাটি পিকেএসএফ এর আর্থিক সহায়তায় “আরএমটিপি” প্রকল্পের আওতায় “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বরিশাল জেলার অর্ন্তগত বাকেরগঞ্জ, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের দরিদ্র জনগোষ্ঠির সহিত কাজ করিবার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের মধ্য হইতে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করিতেছে।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি
Job Responsibilities :
    N/A
 
Educational Requirements :
  • মৎস্য বিজ্ঞানে স্নাতক , ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার।
  • অভিজ্ঞতা: মৎস্যখাত উন্নয়ন বিষয়ক কর্মকা-ে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা। ভ্যালু চেইনকর্মকা-, মার্কেটিং, ব্রান্ডিং, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, নিবিড় বা আধা-নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ফিসারিজ বিষয়ে ০৪ বছরের স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
Experience Requirements :
  • At least 2 year(s)
Additional Requirements :
  • ড্রাইভিংলাইসেন্স: মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবেও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (শিক্ষানবিশ লাইসেন্সধারীগণ অগ্রাধিকার পাবেননা)।
  • টেকনোলজিকাল লিটারেসি: এনড্রয়েড ফোন পরিচালনায় দক্ষ হতে হবে।
Compensation & Other Benefits :
How to Apply
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৫ জুন, ২০২২ খ্রীঃ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বিডিএস বরাবর স্ব-হস্তে দরখাস্তসহ সকল ডকুমেন্টস অ৪ কাগজে মোবাইল নম্বর, পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরী অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, কোভিড টিকা সনদ এবং সদ্যতোলা ০৩ (তিন) কপি পাসপোট সাইজের ছবি যুুক্ত করে সংস্থার "মানবসম্পদ বিভাগ, বিডিএস, "বিডিএস ভবন", ৫ সদর রোড, বরিশাল"- এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, প্রকল্পের চাহিদা অনুযায়ী অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও www.bdsbd.org পাওয়া যাবে। বিঃদ্রঃ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং বিডিএস কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি মোতাবেক ইন্টারভিউ/নিয়োগ করা বা না করা সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।
Primary Information
Published on:

16/06/2022

Vacancy:

Not specific

Employment Status:

Full-time

Gender:

Age:

Job Location:

বরিশাল (আগৈলঝাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ)

Salary:

মাসিক বেতনঃ =২২,০০০/- টাকা এবং পরবর্তীতে ৫% বাৎসরিক বেতন বৃদ্ধি, একমাসের বেতনের সমতুল্য বার্ষিক উৎসব ভাতা এবং থোক বেতনের ১০% বৈশাখী ভাতা। হইছাড়াও, নিয়মানুযায়ী যাতায়াত বিল, মোবাইল ও ইন্টারনেট বিল প্রাপ্ত হইবেন।

Application Deadline:

25/06/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

ফিচার বিজ্ঞাপন

মিশর ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ৬,০০০ টাকা

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

Dubai (City Tour) 4D/3N

মূল্য: 12,900 Taka