• পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও উন্নয়ন সহযোগী International Fund for Agricultural Development (IFAD) এর অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় ২ বছর ৬ মাস মেয়াদী “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প নবলোক পরিষদ কর্তৃক বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, রামপাল ও চিতলমারী উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/উদ্যোক্তা এবং উপখাত সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টির উন্নয়নে কাজ করবে। উপ-প্রকল্পের মাধ্যমে মৎস্য ও মৎস্য পণ্যের ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন, উদ্যোগ উন্নয়নে আর্থিক পরিষেবার সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে কাজ করা হবে। সদস্যদের আধুনিক উৎপাদন পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে উদ্যোগের পরিসর বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে কাজ করা হবে। উক্ত প্রকল্পের অধীনে সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (Assistant Value Chain Facilitator) পদের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
  • কাজের ধরণ : পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)
  • কর্মস্থল : বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, রামপাল ও চিতলমারী
  • চাকুরীর মেয়াদ: প্রাথমিকভাবে এক (০১) বছর। প্রকল্পের চাহিদা, তহবিলের পর্যাপ্ততা এবং বার্ষিক কর্মী মূল্যায়ন সাপেক্ষে চাকুরীর মেয়াদ পরবর্তীতে এক বছর করে নবায়ন করা হতে পারে।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka
Job Responsibilities :
    N/A
 
Educational Requirements :
  • সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতক, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার সনদপ্রাপ্ত। শিক্ষা জীবনের একাধিক পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ করা হবে না।
Experience Requirements :
  • At least 2 year(s)
Additional Requirements :
  • মৎস্যখাত উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা।
  • ভ্যালু চেইন কর্মকান্ড, মার্কেটিং, ব্রান্ডিং, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, নিবিড় বা আধা-নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  • ফিসারিজ বিষয়ে ০৪ বছরের স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
  • মোটর সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (শিক্ষানবীশ লাইসেন্সধারীগণ অগ্রাধিকার পাবেন না)।
  • এনড্রয়েড ফোন পরিচালনায় দক্ষ হতে হবে।
Compensation & Other Benefits :
  • উৎসব ভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমান অর্থ এবং বৈশাখী ভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন।
  • প্রতিবছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।
  • মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে।
  • প্রকল্পের সংস্থান অনুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রদান করা হবে।
How to Apply
৩০ জুন ২০২২ তারিখের মধ্যে শুধুমাত্র ডাকযোগে/কুরিয়ারে প্রেরণকৃত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং অন্যান্য আনুসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা: নির্বাহী পরিচালক, নবলোক পরিষদ, বাড়ি#১৬৩, রোড#১১, নিরালা আবাসিক এলাকা, খুলনা -৯১০০, বাংলাদেশ। বিশেষ নির্দেশনা: একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Primary Information
Published on:

19/06/2022

Vacancy:

03

Employment Status:

Full-time, Contractual

Gender:

Age:

Job Location:

বাগেরহাট

Salary:

Tk. 22000 (Monthly)

Application Deadline:

30/06/2022

Share This Job :

ফিচার বিজ্ঞাপন

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Maldives (Hulhumale & Fun Island) 3D/2N

মূল্য: ২৮,৯০০ টাকা