সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী সংস্থা। মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে সংস্থা দীর্ঘদিন যাবৎ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় ক্ষুদ্রঋণসহ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থায় আঞ্চলিক সমন্বয়কারী পদে ০৪ জন লোক নিয়োগ করা হবে।
স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের জন্য যোগ্যতা শিথিলযোগ্য
Experience Requirements :
At least 5 year(s)
Additional Requirements :
ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন
মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক
Compensation & Other Benefits :
শিক্ষানবিশকাল ০৬ (ছয়) মাস
শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং
সংস্থার নির্ধারিত স্কেলে বেতন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। যেমন: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসবভাতা, বৈশাখিভাতা, মোবাইল ভাতা, আবাসন সুবিধা ইত্যাদি।
How to Apply
আগ্রহী সকল প্রার্থীকে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। E-mail: sushelp360@gmail.com
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস), সি-২৫, জালেশ^র, শিমুলতলা, সাভার, ঢাকা-১৩৪০ এই ঠিকানায় আগামী ১৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (শনিবার) সকাল ১১টায় উপস্থিত হতে হবে। প্রার্থীদের পুর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিক সনদ/জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
Primary Information
Published on:
26/07/2022
Vacancy:
04
Employment Status:
Full-time
Gender:
Age:
Job Location:
বাংলাদেশের যেকোনো স্থানে
Salary:
শিক্ষানবিশকাল ৩৪০০০ টাকা, স্থায়ীকরণের পর ৪১,০০০টাকা