১। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা(যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং রকেটের (বিলার আইডি: 4037 ; বিল নং: 6061) মাধ্যমে ক্রম ১ নং পদের জন্য ৩০০/- ও ক্রম ২ নং পদের জন্য ২০০/- টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি নম্বর উল্লেখসহ আবেদনপত্র অধ্যক্ষ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর বরাবর আগামী ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ বেলা ২.০০ ঘটিকার মধ্যে কলেজ কার্যালয়ে পৌঁছাতে হবে অথবা আবেদনকারীর আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/ CV (টাকা পরিশোধের ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বরসহ) mjfscrecruitment2021@gmail.comঠিকানায় মেইল করা যাবে।
২। নির্বাচনি পরীক্ষা: আগামী ১৯ আগস্ট ২০২২ খ্রিঃ শুক্রবার, সকাল ১১:০০ ঘটিকায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মেইলে আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত/ CV পাঠানো প্রার্থীদের পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
৩। শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক যে কোন শ্রেণীতে পাঠদান/দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। উল্লেখ্য, কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি / যেকোনো আবেদনপত্র স্থগিত/বাতিল করার ক্ষমতা রাখেন।
বি.দ্র: মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবেন। এজন্য কোনরূপ তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- ম্যানেজিং ট্রাস্টি, মজিদ জরিনা ফাউন্ডেশন।
www.mjfsc.edu.bd