ওরিয়েন্টাল ইকো উডস্ লিঃ ওরিয়েন্টাল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওরিয়েন্টাল ইকো উডস্ লিঃ অফিস ও বাসা বাড়ির জন্য সুনামের সাথে দরজা, চৌকাঠ, বোর্ড ও টিম্বার টিউব উৎপাদন ও বিপনন করে আসছে।
দরজা, চৌকাঠ, বোর্ড ও টিম্বার টিউব উৎপাদন বিভাগের জন্য ওরিয়েন্টাল ইকো উডস্ লিঃ একজন সৎ, দক্ষ, অধ্যবসায় ও কর্মঠ ব্যবস্থাপক খুঁজছেন যিনি হেড অব ফ্যাক্টরী অপারেশন এর অধিনে থেকে দক্ষতার সাথে উৎপাদন এবং প্রশাসনিক কাজে নিয়জিত থাকবেন।
কর্মীকে অবশ্যই ফ্যাক্টরী সংক্রান্ত দায়িত্বসমূহ ও প্রশাসনিক কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই এক্সট্রুডার মেশিন এর মাধ্যমে PVC দরজা/ বোর্ড তৈরির প্রয়োজনীয় কৌশল, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পন্যের আদর্শ মান বজায় রাখার জন্য দায়বদ্ধ থাকবেন।
দরজা ও বোর্ড তৈরির অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সংক্রান্ত যথাযথ জ্ঞান থাকতে হবে।
কাজের চাপ গ্রহন করার মানসিকতা থাকতে হবে।
পন্য উৎপাদনের সিডিউল ও পন্যের নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে।
সরবরাহ বিভাগের সাথে কাচাঁমালের প্রয়োজনীয়তা সংক্রান্ত যোগাযোগ বজায় রাখতে হবে।
দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
ফ্যাক্টরী সংক্রান্ত প্রশাসনিক কাজের দক্ষতা থাকতে হবে।
বিভিন্ন বিভাগের মধ্যে কাজের সমন্নয় নিশ্চিত করতে হবে।
কর্মীদের সর্বোচ্চ আউটপুট নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
কারখানার সুশৃঙ্খল ও সুন্দও কাজের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে।
প্রার্থীকে MIS বিভাগ হতে Order সংগ্রহ হতে শুরু করে পণ্য Delivery সংক্রান্ত পূর্ণ জ্ঞান থাকতে হবে।
Educational Requirements :
ব্যাচেলর অব সায়েন্স (বি এস সি) ক্যামেস্ট্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।
উৎপাদন এবং প্রশাসন বিভাগে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Experience Requirements :
At least 7 year(s)
Additional Requirements :
Only males are allowed to apply
Compensation & Other Benefits :
Mobile bill
Lunch Facilities: Partially Subsidize
Salary Review: Yearly
Festival Bonus: 2
How to Apply
Candidates can also apply through sending mail to cv@orientalgroupbd.com with appropriate subject line.
Candidates are suggested to write position name, Subject Name and both present and expected Salary in the subject line.