আগ্রহী প্রার্থীগণকে আগামী মে, ১০, ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫ টার মধ্যে নিমোক্ত স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, এনআইডি কাডের ফটোকপি সহ গণ উন্নয়ন কেন্দ্র (GUK)’র প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯৫/এ, ফ্লোর নং-৮ ও ৯, সড়ক নং-৪, ব্লক-এফ বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করার জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
স্বাক্ষর / অস্পষ্ট
(এম. আবদুস্ সালাম)
নির্বাহী প্রধান