হেলদি চয়েস ফুড এন্ড বেভারেজ লিমিটেড একটি অভিজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী, বাজারজাত এবং সমগ্র বাংলাদেশ জুড়ে বিপণনকারী প্রতিষ্টান। প্রতিষ্টানের জন্মলগ্ন থেকেই হেলদি চয়েস ফুড এন্ড বেভারেজ লিমিটেড – ইউরোপের জার্মানি, ইতালি ও তাইওয়ান থেকে আমদানিকৃত সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন স্বয়ংক্রিয় মেশিনে, অত্যন্ত স্বাস্থ্যকর উপায়ে এবং কঠোর মাননিয়ন্ত্রনের মাধ্যমে প্রস্তুতকৃত উৎকৃষ্ট খাদ্যপণ্য অত্যন্ত সুনামের সাথে উৎপাদন ও সরবরাহ করে আসছে।
প্রতিনিয়ত আমাদের উৎপাদিত পণ্যের চাহিদা ভোক্তামহলে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকায়, কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগে – কিছু সংখ্যক এরিয়া সেলস ম্যানেজার (এ.এস.এম) নিয়োগ দেওয়া হবে যাদের এফ.এম.সি.জি (খাদ্যপণ্য) কোম্পানিতে বিস্কিট, চানাচুর, চিপস, কেকসহ বিভিন্ন স্ন্যাকস এন্ড বেকার্স পণ্য বিক্রয় কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
স্ব স্ব এরিয়ার জন্য নির্দিষ্ট প্রাইমারী ও সেকেন্ডারী বিক্রয় লক্ষমাত্রা পূরণ করা এবং অধিক উপার্জনকল্পে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার দৃঢ় মানসিকতা পোষণ করা এবং পণ্যের অর্ডার বাড়ানোর লক্ষে আর.এস.এম/ ডি.এস.এম/এন.এস.এম./সেলস ম্যানেজার/ হেড অব সেলস/ সেলস কো- অর্ডিনেটর সহযোগে এলাকাভিত্তিক বিস্তারিত স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কার্যকর বিক্রয় ও বিপনণ পরিকল্পনা, লক্ষ্য ও কর্মসূচি প্রণয়ন, অনুসরণ এবং অর্জন।
পণ্যের বাজারজাতকরণে এবং বিভিন্ন দোকান, আউটলেট, মেগাশপের দৃষ্টিআকর্ষিত স্থানে পণ্য সংরক্ষণে বা প্রদর্শন করতে কাষ্টমারের সাথে সম্পর্ক উন্নয়ন করা এবং এ ব্যাপারে এস.আর.দের ভূমিকা রাখতে সহায়তা করা।
নিয়মিত নতুন নতুন বাজার, দোকানি অন্বেষণ ও কোম্পানির প্রোমো টিমের সাথে ‘মজার’ ব্রান্ড ভ্যালুর প্রচার ও প্রসার কাজে সহায়তা করা।
নিয়মিতভাবে নির্ধারিত ফরমেটে প্রতিটি কার্যদিবসের ও পিরিওডিক্যাল অর্ডার, ডেলিভারি এবং স্টক রিপোর্ট তদোর্ধতন উপরস্থকে যৌক্তিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রদান সুনিশ্চিত করা।
ডিলার পয়েন্টে বা ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকা ‘পণ্য অনুসারে বিক্রয় ও স্টক রেজিস্টার’, মুভমেন্ট রেজিষ্টার, উপস্থিতি রেজিষ্টার প্রতিনিয়ত সঠিক ডাটা / তথ্য দ্বারা আপডেট এবং ডিলার / ডিপো / পরিবেশকের স্বাক্ষর গ্রহণ করা নিশ্চিত করা এবং এ সম্পর্কিত কাজ নিয়মিত ফলোআপ রাখা। নতুন পরিবেশক / ডিস্ট্রিবিউশন সৃষ্টির সক্ষমতা রাখা এবং এরিয়ার সকল এস.আর. অথবা অধস্তনদের প্রো-একটিভ পন্থায় মৌখিক প্রেষণা ও প্রশিক্ষণ প্রদান। পরিবেশক পয়েন্টে পণ্য সংরক্ষণ
দোকানি ও কাষ্টমারকে পণ্য সম্পর্কে সততার সাথে ইতিবাচকভাবে বুঝানোর বিশেষ সক্ষমতা এবং নিজের পেশাদারিত্ব ও প্রত্যুপন্নমতি ব্যক্তিত্বকে কাজে লাগানো এবং কোম্পানির চাহিদা অনুসারে সময়ে সময়ে বিভিন্ন মার্কেট ডাটা কালেকশন করা এবং ‘পয়েন্ট অব সেল অটোমেশন’ - ব্যবহারে পারদর্শীতা।
কোম্পানির সুনাম আরও ব্যাপকভাবে বৃদ্ধিতে বিভিন্ন বিক্রয় কৌশল অবলম্বন করা, পরামর্শ প্রদান এবং সরাসরি দোকান থেকে অর্ডার কালেকশন করার মানসিকতা।
প্রতিনিয়ত প্রতিযোগী অন্যান্য কোম্পানীর বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নিজেকে এগিয়ে রাখার প্রত্যয়ে বিক্রির স্বার্থে উপরস্থের সাথে পরামর্শক্রমে যেকোন সৃজনশীল পদক্ষেপ গ্রহণ করা এবং অন্যান্যদের বিভিন্ন বিক্রয়কৌশল ও কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং কোম্পানিকে (কো- অর্ডিনেটর এবং এমআইএস বিভাগ - সেলস এন্ড মার্কেটিং ) অবহিত করা।
নিজের অধীনে থাকা এরিয়ার সমস্ত বাজার এলাকা সম্পর্কে ব্যাপক ও সুস্পষ্ট ধারণা থাকা এবং দোকানি, পরিবেশকদের সাথে মনোসামাজিক সম্পর্ক তৈরী করার মাধ্যমে মার্কেটে নিজেকে একজন আদর্শ সেলস লিডার হিসেবে প্রতিষ্টিত করা।
কোম্পানির পণ্যকে ‘সর্বোকৃষ্ট পণ্য’ হিসেবে যৌক্তিকভাবে ভোক্তাদের নিকট পরিচয় করিয়ে দেওয়া ও অভিমত গ্রহণ এবং অনলাইন ও অফলাইন মিটিং-এ উপস্থিতি।
এছাড়া, কোম্পানি কর্তৃক প্রদত্ত সেলস ও মার্কেটিং বিষয়ক যেকোন কাজ করা।
Educational Requirements :
যেকোন বিভাগে স্নাতক সমমান পাস।
Experience Requirements :
4 to 7 year(s)
Additional Requirements :
Age at most 38 years
অভিজ্ঞতা : ভোগ্যপণ্য বিক্রয় ও বিপণন পেশায় সর্ব ম্ন ৪ থেকে ৭ বছর।
Compensation & Other Benefits :
টি.এ./ ডি.এ. সহ অন্যান্য সুযোগ - সুবিধাদি কোম্পানির সেলস এন্ড মাকেটিং বিভাগের নিয়ম/ প্রবিধান অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্য হবেন।