Email
Send your CV to bdsbarishal@gmail.com
Hard Copy
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী সেপ্টেম্বর ১৫, ২০২২খ্রীঃ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বিডিএস বরাবর দরখাস্তসহ সকল ডকুমেন্টস অ৪ কাগজে মোবাইল নম্বর, পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরী অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, কোভিড টিকা সনদ এবং সদ্যতোলা ০৩ (তিন) কপি পাসর্ফোট সাইজের ছবি যুক্ত করে সংস্থার "মানবসম্পদ বিভাগ, বিডিএস, "বিডিএস ভবন", ৫ সদর রোড, বরিশাল"- এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইহাছাড়াও, ই-মেইল মারফত bdsbarishal@gmail.com আবেদন করা যাবে। উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার সার্টিফিকেটসহ বিস্তারিত তথ্য থাকতে হবে।
বিঃদ্রঃ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবেনা এবং বিডিএস কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি মোতাবেক ইন্টারভিউ / নিয়োগ করা বা না করা সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। যেহেতু মাইক্রোফিন্যান্স কর্মসূচী সেহেতু বিজ্ঞপ্তিকালীন সময় ছাড়াও বছরব্যাপী আবেদন করা যেতে পারে।
খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।