ওষুুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠানে উল্লেখিত পদে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ১ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নিম্ন ঠিকানায় অথবা ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
Quality Assurance বিভাগে ৭-৮ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Quality Assurance বিভাগে সকল ধরনের ডকুমেন্টেশন নিজে তৈরি করার মত দক্ষতা থাকতে হবে। GMP, ISO, WHO, ICH ইত্যাদি গাইড লাইনের উপর ধারণা থাকতে হবে। PhD ডিগ্রি ধারী এবং API/Chemical Industry-তে কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।