রুরাল অর্গানাইজেশন ফর সোসিয়াল এ্যাফেয়ার্স (রোসা) যার রেজিঃ নং: (সমাজসেবা ডি,এস,এস,নাট -১৫২), এনজিও বিষয়ক ব্যুরো- ১০৯১, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এম,আর,এ ০১৭৩৩-০০১০৪০০৭২৬) স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা এর অধীনে একটি পর্যটন প্রকল্পের “দি কক্স ক্রাউন” (পাঁচ তারকা) হোটেল সেলস্ এন্ড মার্কেটিংয়ের জন্য ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, রংপুর ও নওগাঁ জেলা সদর কর্ম এলাকায় উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে।