MRA এর সনদ প্রাপ্ত (০১১৫২-০১৮০৯-০০৫২৩) এবং PKSF এর অর্থায়নে পরিচালিত জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ট্রেনিং এ্যাসিসটেন্ট এন্ড রুরাল এডভান্সমেন্ট নন-গর্ভামেন্ট অর্গানাইজেশন (TARANGO) এর ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কর্মসূচির জন্য উক্ত পদে শাখা হিসাব রক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১২ সেপ্টেম্বর- ২০২২ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
কমপক্ষে বিকম/ স্নাতক, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য;
Experience Requirements :
At least 2 year(s)
Additional Requirements :
Age at most 35 years
প্রার্থীকে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে হিসাব রক্ষক পদে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচীতে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এবং G-banker সফট্ওয়্যার এর কাজের প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট বিষয়ে দক্ষ থাকতে হবে;
Compensation & Other Benefits :
নিয়মিতকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী সকল পদের জন্য অন্যান্য সুবিধাদিও প্রদান করা হবে (যেমনঃ বাৎসরিক বোনাস, গ্র্যাচুইটি, বৈশাখী বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ ভাতা, ইনফে্লশন, মোবাইল ও যাতায়ত বিল, সাপ্তাহিক ছুটি ০২(দুই) দিন ইত্যাদি)।