রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ মে রিহ্যাব সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান’ বিষয়ে গবেষণাকাজের জন্য এই চুক্তি করা হয়েছে।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান আমির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন মোহাম্মাদ মাসুম ইকবাল, রিয়েল এস্টেট বিভাগের শিক্ষক মো. রায়হানুল ইসলাম, নাফিসা ফরিদ ও শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, পরিচালক সেলিম রাজা, রিয়েল এস্টেট অ্যান্ড রিসার্চ স্ট্যান্ডিং কমিটির কো–চেয়ারম্যান এস এম পলাশ প্রমুখ।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড
ব্রুনাই ভিসা
এই চুক্তির আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জিডিপিতে আবাসন খাতের অবদান, প্রতিবছর কয়টি ফ্ল্যাট তৈরি হয়, কয়টি বিক্রি হয়, কোথায় কী ধরনের ফ্ল্যাটের চাহিদা, এই খাতে কত লোক কাজ করছে, কত টাকা বিনিয়োগ হচ্ছে—এসব বিষয় গবেষণা করবে এবং সেটি রিহ্যাবের মাধ্যমে প্রকাশ করবে।
– প্রথম আলো, মে ২৫, ২০২৫।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৫১ বার পড়া হয়েছে