সাইট ব্যবহারবিধি

আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে (www.facebook.com/DhakayThakiBD) লাইক দিয়ে আপনার পুরো নাম (বাংলা ও ইংরেজিতে) লিখে দিন। সাথে দিন আপনার ইমেইল আইডি ও মোবাইল নাম্বার। আমরা ইমেইলে আপনাকে লগইন আইডি আর মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দিব। আমাদের পেজে মেসেজ দেবার ৪৮ ঘন্টার ভিতরে আপনি আইডি ও পাসওয়ার্ড পাবেন।

এখানে আপনি নির্ধারিত ক্যাটাগরিতেই শুধু লিখতে পারবেন। সকল লেখা এডমিন প্যানেল অনুমোদন হয়ে প্রকাশ হবে। আমাদের সাথে থেকে আপনি চমৎকার সকল বই দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার ব্যক্তিগত লাইব্রেরী।

১/ পোস্ট প্রতি ১৫ পয়েন্ট।

২/ মন্তব্য প্রতি ১ পয়েন্ট (মন্তব্যদাতা ও পোস্টদাতা উভয়ই)।

৩/ প্রতি পোস্টের প্রথম ভিউতে পোস্টদাতা ও ভিউয়ার উভয়ই ১ পয়েন্ট পাবেন।

৪/ ৮ ঘন্টা পর যদি আবার লগইন করেন তাহলেও পাবেন ১ পয়েন্ট।

৫/ আপনি যদি ব্লগে লগইন থাকা অবস্থায় আমাদের এই সাইটের অন্য বিভাগের পোস্টও দেখেন তাহলে ঐ পোস্টে প্রথম বার পড়ার জন্য ১ পয়েন্ট করে পাবেন। এক্ষেত্রে প্রতিটা পোস্ট আপনাকে পড়তে হবে।

৬/ আপনি আপনার যে কোন লেখা ফেসবুকে শেয়ার করতে পারেন। আর শেয়ার সংখ্যা যদি ৫ হয়ে যায় তাহলে আমাদের মেসেজ সেকশনে আপনার সেই লেখার লিঙ্ক দিয়ে দিন। তবে আপনার এই ৫ শেয়ারের একটা শেয়ার আমাদের ফেসবুক গ্রুপেও (www.facebook.com/groups/DhakayThaki) থাকতে হবে। তাহলে আপনি পেয়ে যাবেন ১০ বোনাস পয়েন্ট। তবে এটা কিন্তু একটি পোস্টের জন্য একবারই পাবেন।

আপনি যদি ২০১৯ সালের ডিসেম্বরের মাঝে ১২,০০০ পয়েন্ট অতিক্রম করেন তাহলে আপনাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে ও আপনার সেরা লেখাটি ২০২০ সালের বইমেলাতে ঢাকায় থাকি সংকলনে স্থান পাবে। এছাড়া প্রথম থেকেই প্রতি ১,০০০ পয়েন্ট অতিক্রমেই পাবেন বই উপহার। কেউ কখনই একই বই দ্বিতীয়বার উপহার পাবেন না। সবসময় নতুন বই পাবেন। সুতরাং ঢাকায় থাকির সাথে থাকুন, গড়ে তুলুন আপনার নিজস্ব লাইব্রেরী।

এখানে রেজিস্ট্রেশন করতে হলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।  আপনি নিম্নের তথ্যগুলি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিন:

১/ আপনার নাম,
২/ প্রতিষ্ঠানের নাম,
৩/ আপনার ডেজিগনেশন (কোম্পানিতে আপনার পদ),
৪/ আপনার মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা,
৫/ আপনাদের যদি ফেসবুক পেজ থাকে তবে তার এড্রেস। আমরা ৪৮ ঘন্টার ভিতরেই আপনার সাথে যোগাযোগ করব।

এখানে পোস্ট করার জন্য কোন রেজিস্ট্রেশন করতে হবে না। সরাসরি সাইট থেকেই পোস্ট করতে পারবেন। সকল পোস্টই ৩০দিন পর অটো রিমুভ হয়ে যাবে।

শেষকথা, আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।  আমরা অতি দ্রুত উত্তর দেবার প্রতিশ্রুতি দিচ্ছি।

বিনীত
“ঢাকায় থাকি” পরিবার
২১৩/৩/১, শেরে বাংলা নগর, ঢাকা।
ফোনঃ ০১৭১১৪৪৫৫৬৯