‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক) রত্না + কার
খ) রত্ন+কর
গ) রত্না + আকার
ঘ) রত্ন + আকার

ব্যাখ্যাঃ রত্ন + আকর = রত্নাকর – এখানে অ + আ মিলে – আ হয়েছে। এটি স্বরসন্ধির উদাহরণ।
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অ + আ = আ।

উত্তরঃ ঘ) রত্ন + আকার

কিছু সন্ধি বিচ্ছেদ-

১. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অতি + অন্ত

২. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী? তনু + ঈ

৩. ‘গায়ক’ – এর সন্ধি কোনটি? গৈ + অক

৪. ‘বনস্পতি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বন + পতি

৫. ‘ষষ্ঠ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ + থ

৬. ‘পরীক্ষা’ – এর সন্ধি বিচ্ধে কোনটি? পরি + ঈক্ষা

৭. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ – কৃষ্ + তি

৮. ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিঃ + কর

৯. ‘সন্ধি’ – এর সন্ধি বিচ্ছেদ কী? সম্ + ধি

১০. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সম্ + চয়

১১. ‘অহরহ’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি? অহঃ + অহ

১২. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত + ঋত

১৩। ‘রাজ্ঞী’ – এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? রাজ্ + নী

ফিচার বিজ্ঞাপন

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

১৪. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দিব্ + লোক

১৫. ‘নাবিক’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি? নৌ + ইক

১৬. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ – লো + অন

১৭. ‘বৃষ্টি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ্ + তি

১৮. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রতি + ঊষ

১৯. ‘পর্যন্ত’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি? পরি + অন্ত

২০. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে? গো + পদ

২১. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ধনুঃ + টঙ্কার

২২. ‘দিগন্ত’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দিক্ + অন্ত

২৩. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী? সম্ + বাদ

২৪. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী? শুভ + ইচ্ছা

২৫. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো + এষণা

২৬. ‘জনৈক’ – শব্দটির সন্ধিবিচ্ছেদ – জন + এক

২৭. ‘বিদ্যালয়’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যা + আলয়

২৮. অহর্নিশ – সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অহঃ + নিশা

২৯. ‘ষোড়শ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট্ + দশ

৩০. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তৎ + অবধি

৩১. ‘দুর্যোগ’ – এর সন্ধিবিচ্ছেদ কী? দুঃ + যোগ

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৪৩৫ বার পড়া হয়েছে