প্রতি সপ্তাহে এক, দুই বার বুফে ডিনারে না গেলে আমার ভালই লাগে না। খুব দূরে নয় এমন রেস্টুরেন্টেই নরমালি যাই। যেহেতু আমি উত্তরায় থাকি তাই বেশিরভাগ সময় উত্তরার ভিতরের রেস্টুরেন্টে গুলোতেই আমার বেশি যাওয়া হয়। কয়েকটা রেস্টুরেন্টে আমার বেশি যাওয়া হয় যেমন Royal Cuisine Restaurant, Cafe Momore, Amigos Restaurant & buffet। এর ভীতরে Royal Cuisine Restaurant এই আমার সবথেকে বেশি জাওয়া হয়।
রেস্টুরেন্টেটিতে আমি বার বার যাই কারন রেস্টুরেন্টেটির লোকেসানটি রিয়েলি ওয়াসাম, উত্তরার ৩ নাম্বার সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সসের জাস্ট পেছনে নাটোর টাওয়ারের ১৪তম তলা ও রুফটপ নিয়ে রেস্টুরেন্টেটি। আর রুফটফ থেকে রাতের ঢাকা দেখতে অসাধারণ লাগে, রেস্টুরেন্টেটি আমার আরো একটি কারনে বিশেষ পছিন্দের তা হচ্ছে রুফটফ থেকে এয়ারপোর্ট ক্লেয়ারলি দেখা যায় স্পেসিয়ালি রাতের বেলা প্লেন গুলার ল্যান্ডিং ও ফ্লায়িং এর দৃশ্য অসাধারণ যা আর অন্য কোন রেস্টুরেন্ট এ পাইনা। এমকি চাঁদের আলোয় বসেও মৃদু আলো ও মৃদু ছায়াতে বসে আড্ডা দেয়া যায়।
ওহহহহ ওদের কুইজিই নিয়েই তো কিছুই বল্লাম না। রয়্যাল কুইজিনের কুইজিই আসলেই রয়্যাল। বুফে ডিনারে থাকে ৭০ এর বেশি আইটেম ডেজর্ট সহ। আমি আসলে প্রায় প্রতিটি আইটেমই একটু একটু করে নেই তবে এর ভিতর আমার সব থেকে প্রিয় হচ্ছে Chinese Tikka Kebab /Harialy kebab, Fish With Ginger n Mushroom, Assorted Sated Vegetable । ওহ ডিনার শেষে যদি আপনি ডেজর্ট নিতে ভুলে যান আমি বলব রয়্যাল কুইজিনের মোস্ট টেস্টি পার্ট-টাই আপনি নিতে ভুলে গেলেন, আমি কক্ষনো ডেজর্ট নিতে ভুল করি না। বুফে লাঞ্চেও থাকে ৫০ এর বেশি আইটেম।
ডিনার ও লাঞ্চের প্রাইস ও খুব বেশি বলা যায় না। ডিনার ৭০০+ টাকা এবং লাঞ্চ ৬০০+ টাকা । এছাড়াও আছে কিছু ছোট ছোট প্যাকেজ যা ২৫০-৩০০ টাকা এর ভিতরেই পাওয়া যাবে। বড় কোন পার্টিও এখানে আরেঞ্জ করা যায় প্রায় ৩০০ সিট এখানে অ্যাভেইলঅ্যাভেইল। তবে অবশ্যই আগেই বুকিং দিতে হবে। বাচ্চাদের জন্য রয়েছে বেশ বড় একটি কিডস জোন। সব মিলিয়ে অসাধারণ
Address: House#32/D/E; Road#3; Sector#3; Uttara, Natore Tower(14th Floor) Dhaka, Bangladesh 1230
কলঃ 01771-120840
ফিচার বিজ্ঞাপন
Paradise island, Maldives, 4D/3N
বালি ও লম্বক ৫দিন ৪ রাত
Kathmandu-Pokhara 5D/4N
রয়্যাল কুইজিন রেস্টুরেন্ট ওয়েব অ্যাড্রেসঃ http://www.royal-cuisine.com/
ফেসবুক পেজঃ https://www.facebook.com/Royalcuisinebuffet/
রিভিউ লিখেছেনঃ সানি
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২,১৯৫ বার পড়া হয়েছে




