অক্টোবরে মেট্রোরেলের ৪টি বগি ও ২টি ইঞ্জিন ঢাকায় আসবে। এগুলো গত সপ্তাহে খুলনার মোংলা বন্দরে পৌঁছেছে। বর্তমানে এসব বগি ও ইঞ্জিন নিয়ে বন্দরে ১৯ ধরনের পরীক্ষা চলছে।

পরীক্ষা শেষ হলে নদীপথে বার্জে ঢাকার পথে রওনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে সম্প্রতি উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্টোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

ডিএমটিসিএল সূত্র বলছে, গত সপ্তাহে ৪টি বগি ও ২টি ইঞ্জিন জাহাজযোগে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সেখানে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত প্রক্রিয়া শেষে ১৯ ধরনের পরীক্ষা করা হচ্ছে। এগুলো সম্পন্ন হওয়ার পর বার্জে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

মেট্রোরেলের পঞ্চম এই সেট নদীপথে অক্টোবরের প্রথম দিকে ঢাকায় উত্তরার দিয়াবাড়ির জেটিতে এসে পৌঁছবে। এরপর সেটি ডিপোতে নেয়া হবে।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রকল্পের মিরপুর অংশে মেট্রোরেলের স্টেশনগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজও এগিয়ে নেয়া হচ্ছে। রেলট্রাকের রেলের পরীক্ষামূলক চলাচল অব্যাহত রয়েছে। উড়ালপথর দুইদিকে কংক্রিটের দেয়াল থাকায় রাস্তা থেকে কেউ দেখতে পায় না, তবে উঁচু ভবন থেকে দেখা যায়। অক্টোবরে আরো ইঞ্জিন ও কোট ঢাকায় এসে পৌঁছবে।

মেট্রোরেল প্রকল্পের ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান বলেন, ট্রায়াল অব্যাহত রয়েছে। দিয়াবাড়ির ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচলে এখনো কোনো ধরনের প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। ভালোভাবে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



১৪৮ বার পড়া হয়েছে