দিন দিন ভ্রমণপিপাসু মানুষের সংখ্যা বাড়ছে। বিদেশি পর্যটকের সংখ্যা না বাড়লেও দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতে বিপল্গব এসেছে। আর্থিক সঙ্গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন মানুষ বিদেশে ঘুরতে যাচ্ছে। সেই সঙ্গে ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণ তো রয়েছেই। এ চাহিদার কথা মাথায় রেখে দেশে এখন দুই হাজারের বেশি ট্রাভেল এজেন্সি কাজ করছে। আর সহস্রাধিক লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি রয়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ খাতে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। অনলাইনে সমন্বিত বিমান টিকিট বিক্রির উদ্যোগ ২৪টিকিট ডটকম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আব্দুর রাজ্জাক বলেন, তাদের মহাখালী ডিওএইচএস, যমুনা ফিউচার পার্ক বা সিলেট সরাসরি অফিস রয়েছে। তবে ঘরে বসে যাত্রীদের সেবা দিতে তারা পুরো অফিসিয়াল কার্যক্রম অনলাইনে নিয়ে এসেছেন। তিনি বলেন, দেশে প্রতি মাসে এক হাজার ৬০০ কোটি টাকার এয়ার টিকিটের ব্যবসা হয়। আগামী দিনে এ সংখ্যা বাড়বে। ফলে সামনে প্রচুর ট্রাভেল এজেন্সির প্রয়োজন হবে। এখনই সময় আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এয়ার টিকিট ব্যবসা করার জন্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে ভালো। কিন্তু নতুন উদ্যোক্তাদের সেখানে পৌঁছা বেশ কঠিন। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইটে এয়ারলাইন্সের এপিআই (এয়ারলাইন্সের টিকিট বিক্রির সিস্টেম নিজের ওয়েবসাইটে থাকা) বসানোর প্রক্রিয়া সময় ও প্রচুর অর্থসাপেক্ষ ব্যাপার। এসব জটিলতাকে সহজ করে দিয়েছে দেশের শীর্ষ এয়ার টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান ২৪টিকিট ডটকম। এজেন্ট হিসেবে তাদের ওয়েবসাইটে লগইন করলেই সেখানে শুধু লগইন করা এজেন্টের তথ্য দেখা যাবে। একই সঙ্গে এক ওয়েবসাইটেই সব ধরনের সাপোর্ট পাওয়া যাবে। আর যাদের বেশি ইনভেস্ট করার সক্ষমতা রয়েছে এবং বড় পরিসরে ব্যবসা করতে চান তারা ২৪টিকিটের নামেই ব্রাঞ্চ নিতে পারেন। এয়ার টিকিট ও ট্রাভেল এজেন্সি সম্পর্কিত যে কোনো ধরনের ব্যবসায়িক সহযোগিতায় ২৪টিকিট ডটকমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট www.24tkt.com বা ফেসবুক পেজ www.facebook.com/24tkt অথবা ফোন ০১৩১৮২৪৫৭৯০।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
USA Visa (Lawyer)
কষ্টার্জিত অর্থে সেরা প্রজেক্টে নির্ভেজাল প্লট কিনুন ।
Canada Visa for Businessman
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪৮৭ বার পড়া হয়েছে