অনেকের আছে পুরোনো আসবাব সংগ্রহের নেশা। যেমনটা করে থাকেন শিল্পী দম্পতি প্রাণ রায় আর শাহনেওয়াজ কাকলি। তাঁরা বললেন, ‘আমরা দুজনেই যখন চারুকলায় পড়তাম তখন থেকেই পুরোনো জিনিস সংগ্রহের প্রতি ছিল ভীষণ নেশা। এখানে–সেখান থেকে সংগ্রহ করতাম পুরোনো জিনিস। বিয়ের পর সেগুলো দিয়েই সাজালাম ঘর।’ এদিকে বিয়ের পর একবার শুটিং করতে ঢাকার বাইরে গিয়েছিলেন শাহনেওয়াজ কাকলি। তো সেখানে দেখা মিলল এক পুরোনো আসবাব বিক্রেতার সঙ্গে। সেখান থেকেই কিনে ফেললেন খাটসহ আরও অনেক জিনিস। একইভাবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন পুরোনো টেলিফোন, ঘরের খাট, নানা ধরনের তৈজস, কুপির মতো আরও জিনিস। শাহনেওয়াজ কাকলি মনে করেন, পুরোনো এসব আসবাবের আছে নিজস্ব ভাষা। শুধু এনে এখানে–সেখানে ফেলে রাখলেই হবে না। এগুলোকেও রাখতেও হবে নান্দনিকভাবে। তবেই না এসব পুরোনো জিনিসেও ঘর পাবে নতুন ভাষা।

এমন অনেক জিনিসই কমবেশি কারও না কারও বাড়িতে থাকে। সেগুলো একটু পুনর্নির্মাণ করে ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে। আগেকার দিনে ট্রাংক ব্যবহারের বেশ প্রচলন ছিল। যদি কারও বাসায় এমন ট্রাংক থেকে থাকে তাহলে সেই ট্রাংকে পেইন্ট করিয়ে নিয়ে রাখতে পারেন ঘরের কোণে। জলচৌকিতে বা হারিকেনেও একইভাবে করিয়ে নিতে পারেন অঙ্কনচিত্র। পুরোনো ঘড়ি, রেডিও এগুলোও ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে। তবে ঘুরেফিরে বলতে হয় সেই পুরোনো কথা। পুরোনো এসব পণ্য রাখার ক্ষেত্রে মেনে চলতে হবে অন্দরসজ্জার কিছু নিয়ম। যেমন, পুরোনো সেলাই মেশিনের টেবিল থাকলে তার ওপর সাজিয়ে রাখতে পারেন অ্যান্টিকের শোপিস। এ ছাড়া পুরোনো ল্যান্ডফোন যাঁদের বাড়িতে আছে, তাঁরা সেটিও ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন। যেমন ঘরের কোণে এ জন্য একটি টেবিল বসিয়ে নিন। এর ওপরে টেলিফোনটি রাখুন। সঙ্গে জুড়ে দিন পুরোনো একটা ল্যাম্পশেড। এবার ইনডোর প্ল্যান্ট রেখে তা বসিয়ে দিন টেবিলে ওপর। দেখুন না কেমন নান্দনিক হয়ে উঠেছে আপনার ঘরের কোণ। বাসার ঘরগুলোতে চাইলেই রাখা যায় পুরোনো ধাঁচের ছোঁয়া। এতে ঘরের একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে।

Courtesy by: prothomalo

ফিচার বিজ্ঞাপন

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

Moscow & St.Petersburg 5D/4N

মূল্য: 114,000 Taka

Maldives (Paradise Island) 3D/2N

মূল্য: ৪২,৯০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৪২৪ বার পড়া হয়েছে