প্রতিষ্ঠানের মালিক বা সিইউদের একটা অহং থাকে, তিনি যা দেখছেন, বুঝছেন সেটি-ই সব। তার পদস্থরা কিছু বোঝেন না। তাই তিনি যা বলবেন তাই হবে। এই ধারণা নিয়ে বেশির ভাগ মালিক পদস্থদের পরিচালিত করেন। মালিক বা প্রধান হিসেবে এক ধরনের ভয়ভীতি দেখিয়ে চলেন। এভাবে সরাকে ধরা জ্ঞান করতে গিয়ে অনেক ক্ষতি এ লসের সম্মুখেও পড়েন এসব মালিক।

আর উল্টো দিকে যারা মালিক হলেও মনে করেন না নিজের চোখে যা দেখছেন সেটিই শ্রেষ্ঠ, তাদের বিষয়টি একটু আলাদা। কারণ স্বাভাবিক কারণেই মানুষ একটু গুরুত্ব পেতে চায়। তারও ভালো একটি মত থাকতে পারে। তাই একজন ভালো ব্যাবসায়ী কখনো সবকিছু নিজের চোখ দিয়ে দেখে সিদ্ধান্ত নেবে না। তিনি অন্যকেও সুযোগ দিবেন।

ধরুন আপনি একটি কোম্পানী কিনবেন? তাহলে প্রথমে আপনি বিক্রেতার সঙ্গে আলাপ করুন। বুঝতে চেষ্টা করুন কেন তিনি প্রতিষ্ঠানটি দিয়েছিল? কেন চালাতে পারছে না? কেনই বা বিক্রিী করছে? আপনি এই প্রতিষ্ঠানটিকে ঘিরে তার আবেগ বোঝার চেষ্টা করুন। তার চোখ দিয়ে আপনি বিবেচণা করুন এটিকে। যদি আপনি তার আবেগকে বোঝেন তাহলে খুব সহজে আপনি কোম্পানীটি কিনতে পারবেন। দেখা যায়, ক্রেতারা অনেক সময় ভীষন অহংকার করে আর একটা সফল মানুষ এই ভাব রেখে কথা বলে। আর যিনি কোম্পানীটি বিক্রী করছেন তাকে একটু তাচ্ছিল্যের সঙ্গে দ্যাখেন।

এভাবে তাচ্ছিল্য প্রকাশ করলে বিক্রেতার মন খারাপ হয়ে যাবে। তিনি এরকম একজন অহংকারি ব্যবসায়ীর কাছে তার কোম্পানীটি বিক্রী নাও করতে পারেন। মনে রাখতে হবে, কোন কোম্পানীর বিক্রেতা কখনো শুধু কয়েকটি বেশি টাকার জন্য প্রতিষ্ঠান বিক্রী করবেন না। বরং তিনি তার পছন্দ মতো ক্রেতা পেলে অনেক বেশি ছাড় দিতে পারেন। এ জন্য প্রথমত বিক্রেতার মন মেজাজ বুঝে তার লক্ষ্য উদ্দেশ্যকে অনুভব করতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

একইভাবে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিরদের বেলায়ও তাই। সব সময় নিজের দেখা বোঝাকে প্রাধান্য না দিয়ে তাদের কথা শুনুন। তাদের বোধকে নিজের চোখে দেখুন। অনেক সহজ হয়ে যাবে সবকিছু। এভাবে একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারলে অনেক কাজ সহজ হবে। আর কাজ সহজ হলে ব্যবসায় মুনাফা বাড়বে সহজে। সহজেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিরা মালিকের সঙ্গে ভালো চিন্তাটি শেয়ার করবে, প্রতিষ্ঠানের ভালো চাইবে।

এ বিষয়ে আরেকটু স্পষ্ট করে বলা যায়, সব কিছু নিজের মতো করে নিজের চোখ দিয়ে দেখলে পুরোটাই দেখা হয় না। তাই অন্যের চোখ দিয়েও মাঝে মাঝে দেখতে হয়। তাহলে অনেক জটিল কাজ সহজ হয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৯১৩ বার পড়া হয়েছে