করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে শুরুতে ঢাকা-কক্সবাজার রুট বন্ধ থাকবে। চলমান লকডাউনের মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ (বুধবার) থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হচ্ছে। অপরদিকে চীনের সঙ্গে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে যথাযথ শর্ত এবং কোয়ারেন্টিন নীতিমালা মেনে এখন থেকে ৫ দেশের সঙ্গে ট্রানজিট হয়ে যাত্রীরা বিশ্বের অন্য যে কোনো দেশেও আসা-যাওয়া করতে পারবে। 

মঙ্গলবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, সীমিত পরিসরে বুধবার দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হলেও কক্সবাজার রুট আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কাজ চলছে। প্রজ্ঞাপনে কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট কীভাবে চলাচল করবে, এসব নির্দেশনা থাকবে।

এমন সিদ্ধান্ত গ্রহণের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে বিদেশ গমনেচ্ছুরা ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে জানা গেছে, আগামীকাল থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও যশোর আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর রুটে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা যাওয়া-আসা করতে পারছেন। ১২টি এয়ারলাইনস যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারাবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই এবং সিঙ্গাপুর এয়ারলাইনস ৫টি দেশে আসা-যাওয়া করছে। 

ফিচার বিজ্ঞাপন

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N

মূল্য: 30,900 Taka

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে সরকার দেশে কঠোর লকডাউন ঘোষণা করায় অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ৩ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Source: Jugantor

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৮৬ বার পড়া হয়েছে