দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালের পরীক্ষার্থীদের তৈরি করা অ্যাসাইনমেন্ট মনিটরিং করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কোনো শিক্ষার্থী নকল করে অ্যাসাইনমেন্ট লিখলে তা বাতিলের নির্দেশও দিয়েছে মাউশি।
মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা সরেজমিন নিবিড়ভাবে মনিটরিং করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরিভাবে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটির নেতৃত্বে থাকবেন প্রতিষ্ঠানের প্রধান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে ‘অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নির্দেশনাপত্র অনুযায়ী মাউশির অধীন মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধান তাদের নেতৃত্বে ‘অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি’ গঠন করবেন।
মাউশির নির্দেশে বলা হয়েছে, সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নেয়, তা কমিটিকে নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই অ্যাসাইনমেন্ট নকল বা কোনো প্রকার অসদুপায় অবলম্বন না করে, তাও নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে নকলের আশ্রয় নিয়েছে- এমন মনে হলে তা বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। বিষয়টির যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে শিক্ষার্থীকেও সতর্ক করতে হবে।
ফিচার বিজ্ঞাপন
Siem Reap Cambodia 4D/3N
শেনজেন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Singapore Tour with Universal Studio 4D/3N
মাউশির নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো শিক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন ও সংরক্ষণ করছেন কিনা এবং নম্বরগুলো সঠিকভাবে এপেল শিটে এন্ট্রি করা হচ্ছে কিনা, তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
এ কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফল করতে সার্বিক পর্যবেক্ষণ করবে। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাউশির মাধ্যমিক শাখা থেকে বিভিন্ন সময় জারি করা নির্দেশনাগুলো কমিটিকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ নির্দেশাবলি পালনকালে চলমান কভিড-১৯-জনিত পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধিও যথাযথভাবে মেনে চলতে হবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
১৪৩ বার পড়া হয়েছে