ভাললাগা ও আকঙ্ক্ষাকে চিহ্নিত করুন
আপনি যে ক্ষেত্রটিতে ব্যবসা করবেন সেই বিষয়ে আপনার গভীর আগ্রহ থাকা আবশ্যিক। আগ্রহ ও ভাললাগা না থাকলে স্টার্টআপ ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব, অসম্ভব সফল হওয়াও। কোনও বিষয়ে আপনার গভীর আগ্রহ না থাকলে সে বিষয়ে আপনার দক্ষতা বৃদ্ধিও সম্ভব না, অভাব হবে উদ্ভবনী চিন্তারও। তাই প্রথমেই ব্যবসা আইডিয়া না হাতড়ে চিহ্নিত করুন আপনার আগ্রহের বিষয়গুলোকে।
অনেক সময়ে আমরা নিজেরাই নিজেদের ভাললাগাগুলো সম্পর্কে যথেষ্ট অবগত থাকি না অথবা আমাদের অনেক কিছুই ভাললাগে তার মধ্যে কোনটি থেকে ব্যবসা করা যেতে পারে সে বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণার অভাব থাকে।
নিজের ভাললাগা ও আগ্রহকে চিহ্নিত করতে প্রথমেই নীচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন।
- আপনার ছোটবেলার কোন স্বপ্ন বা ইচ্ছাটি এখনও আপনাকে আকর্ষিত করে?
- দিনের মধ্যে কোন সময়টি আপনি সব থেকে বেশি উপভোগ করেন, কোন সময়টি আপনার কাছে সবথেকে বেশি অর্থপূর্ণ মনে হয়?
- অবসর সময়ে আপনি কী করতে ভালবাসেন, আপনার কি কোনও হবি রয়েছে? যদি থাকে তাহলে ভেবে দেখুন সেটি কি আপনি রোজ করতে চাইবেন?
- কোন একটি কৃতিত্ব যা আপনাকে নিজের সম্পর্কে সব থেকে বেশি গর্বিত করবে?
- আপনার জীবনের মূল মন্ত্র কী? আপনার যাপনের প্রধান ও সবথেকে গুরুত্বপূর্ণ নীতি কোনগুলো এবং কেন?
- আপনার মৃত্যুর পরও মানুষ আপনাকে যার জন্য মনে রাখবে এরকম একটি বিষয় যদি আপনাকে বেছে নিতে বলা হয় তাহলে সেটা কী হবে এবং কেন?
- সময় নিয়ে ধৈর্য্য ধরে ভেবে এই প্রশ্নগুলোর উত্তর দিন। এই উত্তরগুলোই আপনার আগ্রহের ক্ষেত্রটিকে খুঁজে পাওয়ার সূত্র দেবে।
কী আপনি সবথেকে সহজে করতে পারেন
আমরা সাধারণতঃ সেইগুলোই করতে ভালবাসি যা আমরা ভালভাবে করতে পারি অথবা উল্টোটা। ফলে এমন পাঁচটি জিনিস ভাবুন যা আপনি সহজেই করতে পারেন।
খুব বেশি জটিল করে ভাবার দরকার নেই। প্রথমেই যে পাঁচটি জিনিস মাথায় আসে লিখে ফেলুন। খুব সাধারণ উত্তর না দিয়ে নির্দিষ্ট বিষয় উল্লেখ করুন। যেমন আপনি হয়তো সহজে ভাল লিখতে পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট করে লিখুন কী ধরণের লেখা আপনি সবথেকে সহজে লিখতে পারেন, সে রাজনৈতিক বিশ্লেষণ হোক বা রম্য রচনা।
এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনও কিছু থাকতে পারে,তা হতে পারে রান্না করা, বেড়াতে যাওয়ার প্ল্যান তৈরি, বন্ধুদের শাড়ি, পোশাক, গয়না বাছতে সাহায্য করা বা তাদের বিয়ের প্ল্যানিং।
ফিচার বিজ্ঞাপন
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
USA Visa (Private Job Holder)
মালয়শিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
ভেবে দেখবেন আপনি প্রতিদিনের জীবনে এই সব কাজগুলিই খুব সহজেই করে চলেন। এবং এতটাই সহজে করেন যে খুব আলাদা করে কাজ করছেন বলেও মনে হয় না।
আপনার অবসর সময়ের মধ্যে সবথেকে বেশি সময়ে আপনি কোন কাজে ব্যয় করেন?
প্রথমেই কাজগুলিকে দু’ভাগে ভাগ করতে হবে, আপনাকে কোনটা বাধ্য হয়ে করতে হয় আর আপনি কোনটা নিজে থেকে করতে চান।
কখনও হতে পারে যে আপনি যা করতে চান এবং যেটা আপনাকে করতে হয় দুটো একই কাজ। যেমন ধরুন আপনাকে রান্না করতে হয় এবং আপনি রান্না করতেও চান, সেক্ষেত্রে রান্না করা আপনার দুটো ক্ষেত্রেই প্রযোজ্য।
একইভাবে হয়তো ফাঁকা সময়ে আপনাকে ঘর গোছাতে হয়, কিন্তু আপনি সেটা করতে চান না। এরকম পাঁচটি কাজের তালিকা তৈরি করুন। পাশে লিখুন ‘করতে হয়’, ‘করতে চাই’ বা দুটোই।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২৫১ বার পড়া হয়েছে