আমেরিকান দূতাবাসের কনস্যুলার শাখা বাংলাদেশী নাগরিকদের ও বাংলাদেশে অবস্থিত বিদেশী নাগরিকদের ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। নন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে পর্যটন ভিসা, ব্যবসায়িক ভিসা, স্টুডেন্ট ভিসা ও সাময়িক শ্রমিক ভিসা।
নন ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা
বেড়ানো, ব্যবসা, পড়াশোনা করা বা অস্থায়ী ভাবে যারা যুক্তরাষ্ট্রে যেতে চায় তারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে।
সাক্ষাৎকারের জন্য দিনক্ষণ
আমেরিকান দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান সাইমন গ্রুপের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য দিনক্ষন ঠিক করতে হয়।এই প্রতিষ্ঠানে একবার এসেই আবেদনকারী আবেদন ফি জমা দেওয়া, প্রয়োজনীয় ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
নন ইমিগ্রেন্ট ভিসা ফিস
বি, সি, ডি, এফ, আই, জে, এম ভিসা $১৬০
এইচ,এল,ও, পি, কিউ, আর ভিসা $১৯০
কে (ফাইন্যান্স (ই) স্পোস অব ইউ.এস. সিটিজেন) $২৪০
ই (থার্টি ইনভাষ্টর/ ট্রেডার) $২৭০
ভিসা সেভিস ফি ফর স্টুডেন্ট (পে টু ডিএইচএস)$২০০
সেভিস ফি ফর এক্সচেঞ্জ ভিজিটরস (পে টু ডিএইচএস) $১৮০
অফিস সময়
ভিসা ইন্টারভিউ রবিবার (১০.৩০/ ১১.৩০ মিনিট), বুধবার (১.০০/২.০০ টা)
ভিসা ডেলিভারী রবিবার- বৃহস্পতিবার, দুপুর ১.০০ টা
দূতাবাসে যাওয়ার আগে
দূতাবাসে যাওয়ার আগে নতুন ডি এস ১৬০ ফরমটি পূরণ করতে হয়। ফরমটি এই ঠিকানায় পাওয়া যায় http://ceac.state.gov/genniv
মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রিক জিনিস ট্যালকম ও অন্যান্য পাউডার লাগানো পাসাপোর্ট এবং কোন অস্ত্র নিয়ে দূতাবাসে প্রবেশ করা যায় না।
ভিসা সংগ্রহ
ভিসা অফিসার ভিসা সংগ্রহের সময় জানিয়ে থাকে।
সাধারণত ভিসা আবেদন সফল হলে দুই কর্মদিবসের মধ্যে ভিসা সংগ্রহ করা যায়।
প্রত্যাখ্যান
ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে আসার ব্যাপারে শক্তিশালী কারণ কনস্যুলার কর্মকর্তার কাছে তুলে ধরতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ফরম পূরণ করা এবং সাক্ষাৎকারের দিনক্ষণ ঠিক করে নেওয়ার কাজ করতে পারে।
নন ইমিগ্রেন্ট ভিসার জন্য ভ্রমনের কমপক্ষে ৯০ দিন আগে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
যা যা নিয়ে সায়মন ওভারসীজে যেতে হয় সেগুলো হল:
ফিচার বিজ্ঞাপন
Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N
শেনজেন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
বালি আটি জমিদার বাড়ি প্রাইভেট ডে লং ট্যুর
একটি বেধ পাসপোর্ট যুক্তরাষ্ট্রে ভ্রমনের পরেও ৬ মাস মেয়াদ থাকে।
দুকপি পাসপোর্ট সাইজের ছবি (PDF-59.8 KB)
প্রতি পাসপোর্টের সার্ভিস চার্জ ৫০০ টাকা ও ১৫% ভ্যাট দিতে হয়।
ডিএস ১৬০ ফরম জমা দেয়ার কনফারমেশন পৃষ্ঠা এবং নিচের যেকোন একটি
নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন ফি
প্রতিটি আবেদনের প্রক্রিয়াকরণ ফি হিসেবে ১০০ টাকা + ১৫% ভ্যাট
অথবা
স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে নেয়া অন-অভিবাসী ভিসা আবেদন ফি’র রশিদ নিয়ে যেতে হয়।
সকল আবেদনকারীকে সায়মন ওভারসীজে ব্যক্তিগত তথ্য ও ভ্রমন ইতিহাস রয়েছে, এমন একটি প্রশ্নমালা পূরণ করতে হয়।
জন্ম বৃত্তান্ত পৃষ্ঠা পাসপোর্ট নবায়নের বৈধতার চিহ্ন হিসেবে কোন সীল থাকলে শেষ পৃষ্ঠার ফটোকপি।
পুনরায় আবেদনের ব্যবস্থা রয়েছে। তবে পুনরায় সাক্ষাৎকার নির্ধারণ করার জন্য পুনরায় আবেদন ফরম ও ফি জমা দিতে হয়।
কোন কোন আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের প্রবেশে স্থায়ী বা সাময়িক ভাবে অযোগ্য ঘোষনা করা হয়। অযোগ্য ঘোষনার কারণ সাক্ষাৎকার গ্রহণকারী কর্মকর্তা জানিয়ে দেন।
কখনও কখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়। অতিরিক্ত কাগজপত্র যেকোন রবিবার দুপুর ২ টা থেকে বিকাল ৩ টার মধ্যে জমা দিতে হয়।
জরুরী ভ্রমণ
জরুরী চিকিৎসা, হাসপাতালে ভর্তি বা মৃতদেহ সৎকার এমন জরুরী পরিস্থিতির ভ্রমনের জন্য জরুরী সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়ে থাকে।
এসকল ক্ষেত্রে আরো যেসকল কাগজ পত্র দরকার হয় সেগুলো হল: মৃতদেহের সৎকার যেখানে করা হবে থাকে সেই প্রতিষ্ঠানের চিঠি, জরুরি চিকিৎসার সংশ্লিস্ট চিকিৎসক বা হাসপাতালের একটি চিঠি বা চিকিৎসা ব্যয় মেটানোর মত সামর্থ্যের প্রমাণ পত্র।
জরুরী ভ্রমনের ক্ষেত্রে ত্বরান্বতি সাক্ষাতের আবেদন যোগ্য হলে সাক্ষাতের জন্য Dhakaiv@state.gov ই-মেইল করতে হয়। অথবা ৮৮২৪৪৪৯ ফ্যাক্স নম্বরে লিখিত আবেদন করতে হয়।
কনস্যুলার সেকশন
ইউএস দূতাবাস
১২, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা
ফোন: ৮৮৫৫৫০০ (সিটিজেন সার্ভিস)
ফ্যাক্স: ৮৮-৪৪৪৯
ই-মেইল: dhakaNiv@state.gov
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৪০৯ বার পড়া হয়েছে