সম্প্রতি ইলেকট্রিক ভার্সানে লঞ্চ হয়েছিল নতুন Bajaj Chetak। ইতিমধ্যেই আরও শক্তিশালী Chetak তৈরির কাজ শুরু করে দিয়েছে Bajaj Auto। KTM অথবা Husqvarna ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক স্কুটার বিক্রি হবে। যদিও নতুন এই স্কুটার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে Bajaj Chetak প্ল্যাটফর্মের উপরেই নতুন এই স্কুটার ডিজাইন হতে পারে। নতুন এই ইলেকট্রিক স্কুটার তৈরির সময় পারফর্মেন্সে বেশি জোর দেওয়া হবে। 2020 সালে Bajaj Chetak ডেলিভারি শুরু হবে

যদিও সবে এই স্কুটার ডিজাইন শুরু হয়েছে। নতুন এই ইলেকট্রিক স্কুটার বাজারে আসতে এখনও 2-3 বছর সময় লাগতে পারে। প্রিমিয়াম সেগমেন্টে এই স্কুটার লঞ্চ হতে পারে। KTM অথবা Husqvarna ব্র্যান্ডে এই স্কুটার লঞ্চ হওয়ার কারণে থাকতে পারে সম্পূর্ণ নতুন  ডিজাইন। ইতিমধ্যেই Freeride E-XC লঞ্চ করে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় প্রবেশ করেছে KTM।0Comments

অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল ইলেকট্রিকে চলা Bajaj Chetak। নতুন ইলেকট্রিক বাজাজ চেতকে থাকছে একটি IP67 লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে থাকছে এনসিএ সেল। 5A ও 15A আউটলেট থেকে এই ব্যাটারি চার্জ করা যাবে। এক চার্জে সর্বোচ্চ 100 কিমি চলতে পারবে এই স্কুটার। প্রধানত শহুরে গ্রাহকদের কথা মাথায় রেখেই এই স্কুটার লঞ্চ হয়েছে। ইকো আর স্পোর্ট রাইডিং মোডে চালানো যাবে নতুন চেতক। এই স্কুটারের ব্রেক থেকে উৎপন্ন কাইকেটিক শক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ হতে থাকবে। ফলে এক চার্জে আরও বেশি রাস্তা চলতে পারবে এই স্কুটার। স্মার্টফোনের সাথে কানেক্ট করে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এই স্কুটার।

ফিচার বিজ্ঞাপন

Alexandria & Cairo 6D/5N

মূল্য: 38,900 Taka

Day Long Package

মূল্য: ৩,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৮৪৪ বার পড়া হয়েছে