মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া চতুর্থ ড্রিমলাইনার রাজহংসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় আরো দু’টি বোয়িং কেনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজহংসের উদ্বোধন করেন তিনি। পরে বিমানটি ঘুরে দেখেন এবং চতুর্থ এই ড্রিমলাইনারের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীসহ বিমান বাংলাদেশের ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে স্বপ্ন দেখালে উন্নয়নের অগ্রযাত্রা সহজ হয়।
ফিচার বিজ্ঞাপন
মিনি সিঙ্গাপুর ময়নামতি প্রাইভেট ডে লং ট্যুর
Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
নতুন সংযুক্ত হওয়া এই ড্রিমলাইনার একটানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এবং এটিতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি কম খরচ হয়। সম্প্রসারিত বিমানের বহর দিয়ে বিমান বাংলাদেশ চলমান রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়াবে। সেইসঙ্গে নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া শুরু করবে সংস্থাটি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৭৯৮ বার পড়া হয়েছে





