ঢাকা ক্যান্টনমেন্টের আশপাশের এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ (এমপি) ইউনিট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গতকাল সেনাবাহিনী প্রধান এর দিকনির্দেশনায় প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ নেয়া হয়। আর্মি এমপি ইউনিট কর্তৃক ঢাকা সেনানিবাস, বনানী এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকার ১০০টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আইএসপিআর জানিয়েছে, এই ইউনিটের সকল পদবির সদস্যদের নিজেদের সঞ্চিত রেশনের টাকায় এই ত্রাণ বিতরণ- অভাবী, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সেনাবাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য যে, গত জানুয়ারি হতে এ পর্যন্ত অত্র ইউনিট সর্বমোট ২০০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, প্রভোষ্ট মার্শাল, মিলিটারি পুলিশ কোর এবং আর্মি এমপি ইউনিট এর অধিনায়কসহ অন্যরা উপস্থিত ছিলেন।


নৌবাহিনীর টহল অব্যাহত: এদিকে আইএসপিআর জানিয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে টহল অব্যাহত রেখেছে নৌবাহিনী। এ সকল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

এছাড়া এ সকল এলাকাসমূহে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান করছে নৌবাহিনী। ইতিমধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের মোট ৮টি কন্টিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকাসমূহে টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে। অন্যদিকে খুলনা নৌ অঞ্চলের ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব এলাকায় নৌবাহিনীর কার্যক্রম অব্যহত থাকবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২১২ বার পড়া হয়েছে