ইতালিতে কর্মরত বাংলাদেশি প্রবাসী যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, সম্প্রতি ইতালি সরকার নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে বাংলাদেশের ইতালি প্রবাসীদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার সৃষ্ট সুযোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করে টার্কিশ এয়ারলাইন্স। গৃহীত এ সিদ্ধান্ত নিঃস্বন্দেহে ইতালিতে যেতে ইচ্ছুক আমাদের সকল যাত্রী সাধারণের জন্য আনন্দের।

এয়ারলাইন্সটি জানায়, ঢাকার ইতালি দূতাবাসের প্রদত্ত তথ্য অনুযায়ী- ৯ জুলাইয়ের আগে ইস্যুকৃত যেকোনো বৈধ রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশি নাগরিক ইতালি প্রবেশের দিন থেকে ন্যূনতম ৭২ ঘণ্টার ভেতর গ্রহণ করা করোনা মুক্ত মেডিকেল সনদ নিয়ে সে দেশে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণকারী যাত্রীদের দেশটিতে প্রবেশের দিন থেকে ১৪ দিন নির্ধারিত স্বাস্থ্যসুরক্ষা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইন পালন বাধ্যতামূলক। সেইসঙ্গে বিমানবন্দর থেকে নিজ নিজ অবস্থানে যেতে নাগরিক যাত্রী সুবিধার বাস বা ট্রাম ব্যবহার না করে ব্যক্তিগত বাহন ব্যবহার করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

উপরোক্ত শর্তসমূহ পালন করতে সক্ষম তার্কিশ এয়ারলাইন্সের যাত্রী সাধারণের পূর্ববর্তী বাতিল ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করে নতুন যাত্রা তারিখ প্রদান করা হবে।
পূর্ববর্তী টিকিটের তারিখ পরিবর্তনে ইচ্ছুক যাত্রী সকলের বৈধ রেসিডেন্ট কার্ডের মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে শুধুমাত্র ৩০ নভেম্বর ২০২০ তারিখের আগে মেয়াদ শেষ হতে চলা যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সি কিংবা ঢাকার টার্কিশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগের অনুরোধ করা হলো। পর্যায়ক্রমে রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হতে থাকা সকল যাত্রীর টিকেট পরিবর্তন করে দিতে তার্কিশ এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ।

ফিচার বিজ্ঞাপন

SIliguri – Gangtok – Lachung (Sikkim) 7D/6N

মূল্য: ২৭,৯০০ টাকা

পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

USA Visa (Lawyer)

মূল্য: 5,000 Taka

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রী সাধারণের সুস্বাস্থ্য, সুরক্ষা ও মঙ্গলের বিষয়টি অগ্রাধিকার দিয়েই করোনা পরবর্তী সূচিতে বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের সকল দেশের সঙ্গে মিল রেখে ফ্লাইট পরিচালনা করে চলেছে টার্কিশ এয়ারলাইন্স।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২১০ বার পড়া হয়েছে