বর্তমানে বাংলাদেশে পাওয়ারফুল ও স্পোর্টস সেগমেন্টের স্টাইলিশ মোটরসাইকেল হচ্ছে Yamaha R15 V3 । আন্তর্জাতিক বাজারে বাইকটির আরও কয়েকটি ভার্সন রয়েছে । বাংলাদেশে ইতিমধ্যেই ইয়ামাহা আর১৫ ভার্সন৩ ইন্দোনেশিয়ান ভার্সনটি লঞ্চ করা হয়েছে, এবং এখন এসিআই মোটরস – ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছে এবিএস ব্রেকিং সহ Yamaha R15 V3 ইন্ডিয়ান ভার্সন ।
Yamaha R15 V3 ইন্ডিয়ান ভার্সনটি ইন্দোনেশিয়ান সংস্করণের অনুরূপ, কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে । বাইকটি একই সাথে ১৫৫.১সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এবং সেই সাথে থাকছে ৬ স্পিড গিয়ার ট্রান্সমিশন এবং ভিভিএ-ভেরিয়েবল ভালভ অ্যাকসিলেশন ।
ইয়ামাহা আর১৫ ভার্সন ৩ ইন্ডিয়ান সংস্করণটির প্রধান পরিবর্তন হচ্ছে এর সামনের দিকের শক অ্যাবজরবার, ব্রেক ও গ্রাফিক্স এর ক্ষেত্রে। ইন্ডিয়ান ভার্সনটিতে আপ সাইড ডাউন সাসপেশন এর বদলে রয়েছে টেলিস্কোপিক কনভেনশনাল সাসপেশন । এছাড়াও এর গ্রাফিক্স ও কালারের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে ।
ফিচার বিজ্ঞাপন
দুবাই ও মিশর ৭দিন ৬ রাত
Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N
কষ্টার্জিত অর্থে সেরা প্রজেক্টে নির্ভেজাল প্লট কিনুন ।
R15 V3 ইন্ডিয়ান ভার্সনে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS । বাইকটির সামনে চাকা ২৮২মিমি ডিস্কের পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে এবং উভয় ব্রেকগুলিতে এবিএস সিস্টেম সক্রিয় । সেই সাথে আরও থাকছে রেয়ার ম্যাড গার্ড এবং সারি গার্ড ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১,০০১ বার পড়া হয়েছে