ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আবেদন ফরম বিতরন শুরু হবে ২ সেপ্টেম্বর। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র মতে, রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফের সঞ্চালনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আবেদন ফরম ২সেপ্টেম্বর থেকে ১অক্টোবর পর্যন্ত বিতরণ করা হবে। এছাড়া আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ নভেম্বর। মেধা ও অপেক্ষমান মেধার ভর্তি চলবে ৩০ নভেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০২০ সালের ১১ জানুয়ারি।

এবছর চারুকলা নামে একটি নতুন বিভাগ খোলা হয়েছে। সবমিলে মোট ৪ টি ইউনিটের অধীনে ৮টি অনুষদভূক্ত ৩৪ টি বিভাগে ২৩০৫ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে এবার।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (for Businessman)

মূল্য: 5,000 Taka

কলম্বো ৩দিন ২ রাত

মূল্য: ১৭,৯০০ টাকা

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

১২০ নম্বরের এ ভর্তি পরীক্ষায় থাকছে এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বর, লিখিত ২০ নম্বর এবং এস,এস,সি/সমমান ও এইচ,এস,সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৮২১ বার পড়া হয়েছে