জুলাই মাসে ভারতে লঞ্চ হবে Revolt RV 400। লঞ্চের আগে Amazon.in থেকে এই ইলেকট্রিক মোটরসাইকেল প্রিবুকিং শুরু হল। Revolt RV 400 এর হাত ধরে ভারতে প্রথম মোটরসাইকেল বিক্রি শুরু করল Amazon। 1,000 টাকার বিনিময়ে ভারতে Revolt RV 400 প্রিবুকিং শুরু হয়েছে।
Revolt RV400 নামের এই স্মার্ট মোটরসাইকেলে থাকছে একাধিক কানেক্টের ফিচার। 4G LTE সিম কার্ডের মাধ্যমে এই মোটরসাইকেল সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। Revolt অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে Revolt RV400 মোটরসাইকেলের একাধিক ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।
ম্যাপ গাইড সহ এই মোটসাইকেলে থাকছে লোকেশন ফিচার। ম্যাপ গাইড ছাড়াও থাকছে ব্যাটারি চার্জ, জিও ফেসিং, ব্যাটারি অর্ডার, নিকটবর্তী পরিবির্তনের জায়গা, স্মার্টফোন থেকে মোটরসাইকেল স্টার্ট, স্টপ্লোকেশন শেয়ারিং এর মতো ফিচারগুলি। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই মোটরসাইকেলে আরও ফিচার যোগ হতে পারে।
ফিচার বিজ্ঞাপন
বালি আটি জমিদার বাড়ি প্রাইভেট ডে লং ট্যুর
Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N
Vietnam & Cambodia 7D/6N
Revolt RV400 মোটরসাইকেলে থাকছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এক চার্জে 156 কিমি চলতে পারবে এই মোটরসাইকেল। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় লাগবে। খুব সহজেই ব্যাটারি বদল করে আবার মোটসাইকেল চালানো যাবে। থাকছে তিনটি রাইডিং মোড। কোম্পানি জানিয়েছে Revolt RV400 এ যে কোন 125 cc ইঞ্জিনের মোটরসাইকেলের মতো পারফর্মেন্স পাওয়া যাবে। হরিয়ানার কারখানায় তৈরী হবে এই মোটরসাইকেল।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৭৩৬ বার পড়া হয়েছে