এসিআই মোটরস লিমিটেড তাদের এক্সক্লুসিভ মডেলের মোটরসাইকেলে দিচ্ছে ইয়ামাহা ক্যাশব্যাক অফার ২০১৯ । এই মডেল গুলো হচ্ছে Yamaha R15 V3 এবং Yamaha FZS Fi V3 । এই ইয়ামাহা ক্যাশব্যাক অফার ২০১৯ শুরু হয়েছে ১২ আগস্ট ২০১৯ থেকে এবং চলবে ৩১ আগস্ট ২০১৯ তারিখ পর্যন্ত ।

Yamaha R15 V3 (Indian Version) ভার্সনের সাথে ইন্দোনেশিয়ান ভার্সনের অনেক কিছুর ই সাদৃশ রয়েছে । তবে অনেক কিছুর ই পরিবর্তন রয়েছে । যেমন কালার এর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, রেয়ার সারি এবং মাড গার্ড । এছাড়া মোটরসাইকেলটিতে আরও যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ।

বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ 19.1 BHP এবং 14.7 NM ক্ষমতা উৎপাদন করতে সক্ষম । এছাড়া এতে আরও সংযুক্ত করা হয়েছে এসিস্ট এবং স্লিপার ক্লাচ, ভিভিএ ইঞ্জিন ।

বর্তমানে ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সেন দাম হচ্ছে ৪,৮৫,০০০/- টাকা । এসিআই মোটরস এই বাইকটিতে দিচ্ছে ১০,০০০/- হাজার টাকা ডিস্কাউন্ট এবং বর্তমানে এর দাম হচ্ছে ৮,৭৫,০০০/- টাকা ।

Yamaha FZS ১১ বছর তার তৃতীয় প্রজন্মে পদার্পন করেছে । বর্তমানের এই তৃতীয় প্রজন্মের মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে এলইডি হেডলাইট, নতুন সুইচ গিয়ার্স এবং এগ্রেসিভ বাক্লি ডিজাইন । তবে ইঞ্জিনটি ঠিক আগের মতই রয়েছে ১৪৯সিসি ফুয়েল ইঞ্জেক্ট (এফআই) ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 13 BHP এবং 12.8 NM টর্ক শক্তি উৎপাদন করতে সক্ষম ।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

Yamaha FZS Fi V3 মোটরসাইকেলটিতে ভার্সন টু এর মতই চেসিস, সাসপেনশন ও টায়ার সেট আপ দেয়া হয়েছে । তবে এতে আরও যা যুক্ত করা হয়েছে তা হলো এবিএস, এবং সাথে যুক্ত করা হয়েছে রেয়ার ডিস্ক ব্রেক ।

FZS এবং FZ দুটি বাইকেই সামান্য কিছু কসমেটিক পরিবর্তন রয়েছে । উভয় বাইকে ইয়ামাহা দিচ্ছে ৭,০০০/- টাকা ডিস্কাউন্ট, বর্তমানে FZS Fi V3 এর দাম হচ্ছে ২,৮৮,০০০/- এবং FZ Fi V3 এর দাম হচ্ছে ২,৮৩,০০০/- টাকা । প্রতিটি বাইকের সাথে ইয়ামাহা দিচ্ছে ফ্রী রেইন কোট, তবে এটি স্টকের উপর নির্ভর করছে ।

ইয়ামাহা বর্তমানে তাদের বেশির ভাগ মোটরসাইকেল দিচ্ছে ABS (Anti-lock braking system) । এই সিস্টেমটি জরুরী মুহূর্তে ব্রেকের সময় চাকাকে লক হয়ে যাওয়া থেকে বাচাবে । পিচ্ছিল রাস্তায় এই ব্রেকিগ্ন সিস্টেমটি অনেক ভাল কাজ করে ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



১,১২৩ বার পড়া হয়েছে