ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ – এসিআই মোটরস জুলাই মাসের জন্য দিচ্ছে Cashback offer July 2019 । এই অফারের মধ্যে ইয়ামাহা তাদের প্রিমিয়াম ও কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলে দিচ্ছে ক্যাশব্যাক । এছাড়া ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড় ।
Cashback offer July 2019
Model | Price | Cashback |
FAZER FI | 2,71,000 | 5000 |
Saluto SE | 136,000 | 6037 |
Saluto | 132,000 | 6037 |
FZ-S V2 SD | 2,49,000 | 12073 |
R15 V3 Indo | 5,25,000 | 10000 + 5000 tk for students |
R15 V3 India | 4,85,000 | 10000 + 5000 tk for students |
Ray ZR SR | 1,65,000 | 5000 |
FZS Fi V3 | 2,95,000 | 7000 + 5000 tk for students |
FZ Fi V3 | 2,90,000 | 7000 + 5000 tk for students |
এই অফারে ইয়ামাহা অফারে তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল ইয়ামাহা স্যালুটো ১২৫ এর নতুন দাম ঘোষনা করেছে । অপরদিকে ইয়ামাহা আর১৫ ইন্দোনেশিয়ান ও ইন্ডিয়ান দুটি ভার্সনেই দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ হাজার টাকা ডিস্কাউন্ট । এছাড়া এফজেডএস এফআই ভি৩ এবং এফজেড ভি৩ দুটি বাইকে দিচ্ছে ৭,০০০ হাজার টাকা ডিস্কাউন্ট ।
ইয়ামাহা তাদের প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেলের জন্য বেশ পরিচিত । তারা সব সময় তাদের কাস্টোমারদের জন্য নতুন কিছু নিয়ে আসে । এছাড়া দিয়ে থাকে নানা ধরনের অফার । সম্প্রতি তারা ৫ম ঢাকা বাইক শো ২০১৯ এ শো করা ইয়ামাহা এমটি ১৫ বাইকটির প্রি-বুকিং নিয়েছে ।
অন্যদিকে ইয়ামাহা দুই মাস আগে তাদের সিকেডি এসেম্বলিং ফ্যাক্টরি উদ্বোধন করেছে । এসিআই মোটরস প্রায় ২.৫ বছরেরও বেশি সময় ধরে ইয়ামাহা এর সাথে কাজ করে আসছে । তারই ধারাবাহিকতায় এই ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে । এতে করে আশা করা যাচ্ছে ইয়ামাহা এর মোটরসাইকেলের দাম কিছুটা হলেও কমে আসবে ।
ফিচার বিজ্ঞাপন
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
Canada Visa for Businessman
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড ৭দিন ৬ রাত
বর্তমানে ইয়ামাহা এর লাইন আপে অনেক গুলো মডেলের মোটরসাইকেল ও স্কুটার রয়েছে , যার মধ্যে Yamaha FZS Fi V3 with ABS অন্যতম । এই ক্যাশব্যাক অফারের সাথে ইয়ামাহা সকল মডেলের মোটরসাইকেলের সাথে দিচ্ছে ফ্রী রেইনকোট । এই অফারটী চলবে ২৫ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত । এ যেন ঈদের আগেই ঈদের খুশি।
Source: BikeBd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১,৮৮৯ বার পড়া হয়েছে