চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পরপরই অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পরে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি মিটিং হবে। সেখানে তারিখ নির্ধারিত হবে।’

পরীক্ষা কোথায় হবে এবং কী কী যোগ্যতার ভিত্তিতে অংশ নেওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আমরা ক্যাম্পাসের ভেতরেই নেওয়ার চেষ্টা করবো। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা এখনও চূড়ান্ত হয়নি।’

Source: Ittefaq

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৩১ বার পড়া হয়েছে